শিশুর বিকাশ (Parenting) শুধুমাত্র সুষম খাবারের উপর নির্ভর করে না। পরিবারের (Family Relationship) সাথে তার সম্পর্ক, মা-বাবার সাথে বন্ধুত্ব-এসবই প্রভাব ফেলে। মা-বাবার সাথে শিশুর হাসিখুশি সম্পর্কই তার সার্বিক বিকাশের চাবিকাঠি। ভালো সম্পর্ক শিশুকে (Kids) নিরাপদ বোধ করতেও সাহায্য করে। সম্পর্ক স্বাভাবিক না হলে শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং এটা প্রমাণিত সত্যি!