সুরক্ষা এবং যত্ন (Safety and Care)

বাড়ন্ত বাচ্চা তো দৌরাত্ম্য করবেই। ওকে তো থামানো যাবে না, সতর্ক থাকতে হবে আপনাকে। বাচ্চার সুরক্ষায় (Baby Safety) কী কী পদক্ষেপ করবেন, খুঁজে নিন এখানে। বাড়ির গেট (Baby Safety Gates) গলে যাতে সহজে দুষ্টুটা পালিয়ে না যায়, তাই আলাদা বন্দোবস্ত করুন। গাড়ির সিটেও ওকে কষে বসিয়ে রাখার আলাদা ব্যবস্থা রেডি রাখুন। ঝুঁকি (Baby Protection) না নিয়ে সচেতন (Baby Proofing) হোন আগেই।

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!