শিশুর সাথে মায়ের স্বাস্থ্যেরও (mother care) দেখভাল প্রয়োজন। গর্ভকালে এবং ডেলিভারির (post delivery) পরেও, কেননা এই সময়ে সবচেয়ে দুর্বল থাকে শরীর। শিশুর জন্মের পর শুরু হয় মায়ের সুস্থ হয়ে ওঠার পালা। যত তাড়াতাড়ি মা সুস্থ হয়ে উঠবেন, ততই মঙ্গল। এখানে নতুন মায়ের স্বাস্থ্য নিয়েই প্রতিবেদন রাখা হলো, প্রসবের পরে সুস্থ হয়ে ওঠাটা যাতে খানিক সহজ হয় নতুন মায়ের (new mother) জন্য।