ছয় মাস (food for 6 month) পর্যন্ত শিশু শুধুই বুকের দুধের উপর থাকুক, তারপর ধীরে ধীরে সলিড খাবারও (Introducing Solids) দিতে শুরু করুন ওকে। কীভাবে সলিড খাবারের প্রতি শিশুর আগ্রহ তৈরি করবেন, কোন কোন খাবার দিয়ে শুরু করবেন, কীভাবেই বা নরম করে খাবার বানাবেন ওর জন্য (baby solid food), কীভাবে শিশুর বুকের দুধ খাওয়ার (weaning) অভ্যাস ছাড়াবেন- এই বিভাগে হদিস থাকছে সব কিছুর।