ভারতীয় ঐতিহ্য (Indian Tradition)

সংস্কৃতি (Indian culture), আচার-বিচারের (Indian ritual) জন্য বিশ্বজুড়ে সমাদৃত আমাদের এই ভারতবর্ষ। এই আচার-বিচারের (Indian rituals) সবচেয়ে মজাদার অংশটা হল, প্রত্যেক শহরে এর ধরন-ধারণ আলাদা। ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষের আচার-বিচার, সংস্কার নিয়ে আলোচনা থাকল এখানে। এই সংস্কারগুলোর শিকড় (tradition) কোথায়, এর মান কী, কেনই বা এগুলো মানা হয়- সবেরই তথ্য পেয়ে যাবেন এখানে।

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!