শিশুর ঘুম (Baby Sleep)

নবজাতক শিশুর দিনে ১৭ ঘণ্টা পর্যন্ত ঘুম (Baby Sleep) প্রয়োজন। এই পরিমাণ ঘুমটা যদি ওরা না পায়, তখনই খিটখিটে হয়ে যায়। শুধু তাই নয়, এতে ছোট্ট শিশুর সার্বিক বিকাশ ও বৃদ্ধিতেও প্রভাব পড়ে। পর্যাপ্ত ঘুম শিশুর মানসিক বিকাশেও অপরিহার্য। শিশুর ঘুমের ধরন-ধারণ (baby sleep pattern) নিয়ে আরও জেনে নিন, বয়স মাফিক কতটা ঘুম দরকার (sleep schedule)- সবই পেয়ে যাবেন এখানে।

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!