নবজাতক শিশুর দিনে ১৭ ঘণ্টা পর্যন্ত ঘুম (Baby Sleep) প্রয়োজন। এই পরিমাণ ঘুমটা যদি ওরা না পায়, তখনই খিটখিটে হয়ে যায়। শুধু তাই নয়, এতে ছোট্ট শিশুর সার্বিক বিকাশ ও বৃদ্ধিতেও প্রভাব পড়ে। পর্যাপ্ত ঘুম শিশুর মানসিক বিকাশেও অপরিহার্য। শিশুর ঘুমের ধরন-ধারণ (baby sleep pattern) নিয়ে আরও জেনে নিন, বয়স মাফিক কতটা ঘুম দরকার (sleep schedule)- সবই পেয়ে যাবেন এখানে।