মহিলাদের জীবনযাপন (Women Life and Wellness)

গর্ভধারণের পর নতুন মায়েদের সবচেয়ে (New Mother) বড় সমস্যা হলো মোটা হয়ে যাওয়ার প্রবণতা (Weight Gain)। আর এই বাড়তি ওজন কমাতে গিয়ে রীতিমতো কালঘাম ছোটে তাঁদের। মাতৃত্বের পথটা কতটা চড়াই-উতরাইয়ে ভরা তা হয়তো কল্পনাও করতে পারি না আমরা। শিশুর সাথে তাই বাড়তি দেখভাল প্রয়োজন নতুন মায়েরও (Care for New Mom), কেন না এই সময়টাই রোগভোগের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি।

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!