বাচ্চা বড় হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে খিদে। পাল্লা দিয়ে বাড়ছে নানান কিছু খাবার ইচ্ছেও! ট্যালট্যালে ঝোল আর সিদ্ধ খাবারে (Healthy Snacks), স্পেশ্যাল খাবার! কী সেই খাবার, যাতে শিশু পুষ্টি (Food and Nutrition) পাবে আর স্বাদের গুণে ঝটাঝট খেয়েও নেবে? চিন্তা নেই বন্ধু। সহজ রেসিপিগুলো (Recipe) একবার ঝালিয়ে নাও তো দেখি।