বাড়ন্ত বাচ্চার আচরণ ও শৃঙ্খ্লা (Toddler Behavior and Discipline)

বাচ্চার মনে সামাজিকতা (Social Behavior), নৈতিকতা, শৃঙ্খলাবোধের (Discipline) শিক্ষা গেঁথে দিন কচি বয়সেই। কেননা এই সময়টাই ওর ভবিষ্যতের ভিত। বেড়ে ওঠার দিনগুলোয় শিশু যা শিখবে (Toddler Behavior), সেটাই হয়ে থাকবে ওর সারাজীবনের পাথেয়। শিশু যদি মানুষের মতো মানুষ হয়ে ওঠে- দিনের শেষে সেটা মা-বাবারই গর্বের কারণ। কীভাবে ওর বিকাশে সাহায্য করবেন, দেখে নিন টিপস।

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!