এক-পাঁচ বছরের ভিতর (Child Development Stages) খুব জলদি বড় হয়ে যায় খুদের দল। কোন বয়সে বাচ্চা কী পারে, সেটা জেনে রাখা তাই খুবই জরুরি। বাচ্চার বাড়-বৃদ্ধি নিয়ে নয়তো অযথা চিন্তা হয় যে! দেখে নিন, বাড়ন্ত বাচ্চার বিকাশের স্তরগুলি, সক্ষমতার মাইলস্টোন (Developmental Milestones)। সেই সঙ্গে দেখে নিন ওর বেড়ে ওঠার জন্য পুষ্টিকর, সুষম খাবারের তালিকাও (Food & Nutrition)!