এক, দুই, তিন...ধীরে ধীরে উঁকি দিচ্ছে কচি দাঁতের সারি (teething baby)। দাঁত ওঠার এই সময়টায় বাচ্চার অস্বস্তির যেন শেষ থাকে না। জেনে নিন, ঠিক কী করলে দাঁত ওঠার কুটকুটানি থেকে আরাম পাবে ও। কী দেখে বুঝবেন শিশুর দাঁত উঠছে (teething sign) বা ওঠার উপসর্গ (symptoms) তৈরি হচ্ছে, কোন বয়সেই বা শিশুর দাঁত উঠতে শুরু করে (teething age)- সব কিছু নিয়েই প্রতিবেদন পেয়ে যান এই বিভাগে।