ক’দিন ধরেই গা বমি-বমি (Vomiting) ভাব। গিন্নি ভাবছেন, শরীরটা বোধহয় বিগড়ালো এবার। ওমা, বিগড়াবে কেন! এ যে তার আসার আগাম চিহ্ন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন গা বমি ভাব, বিশেষ কোনও খাবারের প্রতি আকর্ষণ অথবা বিরক্তি- এগুলোই গর্ভাবস্থার শুরুর লক্ষণ (Pregnancy Symptoms, Gorvoboti Hobar Lokkhon)। শরীরে হরমোনের নাচানাচিতে এমনটা হয় (Pregnancy early sign)। পরীক্ষা (pregnancy test) করে একবার নিশ্চিন্ত হলেই হলো!