গর্ভাবস্থার লক্ষণ (Pregnancy Symptoms)

ক’দিন ধরেই গা বমি-বমি (Vomiting) ভাব। গিন্নি ভাবছেন, শরীরটা বোধহয় বিগড়ালো এবার। ওমা, বিগড়াবে কেন! এ যে তার আসার আগাম চিহ্ন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন গা বমি ভাব, বিশেষ কোনও খাবারের প্রতি আকর্ষণ অথবা বিরক্তি- এগুলোই গর্ভাবস্থার শুরুর লক্ষণ (Pregnancy Symptoms, Gorvoboti Hobar Lokkhon)। শরীরে হরমোনের নাচানাচিতে এমনটা হয় (Pregnancy early sign)। পরীক্ষা (pregnancy test) করে একবার নিশ্চিন্ত হলেই হলো!

সাম্প্রতিক

জনপ্রিয়

৫০,০০০ এরও বেশি প্রশ্নের উত্তর!