মা-বাবা যতই সচেতন থাকুক, নবজাতকের স্বাস্থ্যের (baby health) প্রশ্নে ভুলভ্রান্তি হয়েই যায়। যতই সতর্কতা থাক, অসুস্থ সে হবেই। এই কারণেই শিশুর জন্য় টিকাকরন (Newborn Vaccination) আবশ্যিক। এই টিকাগুলোই ওদের প্রাণঘাতী, সংক্রামক নানা রোগ থেকে রক্ষা করে। টিকাকরন চার্ট দেখে পুরোটা বিশদে জেনে নিন। কোন টিকা কখন দেবেন (Chart), ইমিউনাইজেশনই (Immunization) বা কী, জেনে নিন।