শিরোনাম পড়ে হয়তো ভাবছেন, কোনও ডায়াপারের বিজ্ঞাপন করছি আমরা!
না, করছি না! এ শুধুই আপনাকে সচেতন করার পোস্ট। ডায়াপারের মান ভালো না হলে আপনার শিশুই কিন্তু ভুগবে! ওর ত্বকে র্যাশ বা অ্যালার্জির প্রকোপ হতে পারে!, যার ফলে চুলকানি, জ্বালাপোড়ার মতো সমস্যায় ভুগবে পুঁচকেটা। শিশুর ডায়াপারের নীচে, গোপন-ঢাকা জায়গাগুলোতেই মূলত এই সমস্ত রোগভোগের ঘোরাফেরা। ঈস্ট (ছত্রাক), ব্যাকটেরিয়া বা ভাইরাস, কিংবা অ্যালার্জি সৃষ্টিকারী রাসায়নিক উপাদান (সাবান বা পারফিউম থেকে) থেকে এরকম হতে পারে। শিশুর ডায়াপারের নীচের ত্বকে যদি লাল গুটির মতো দেখতে পান, নিঃসন্দেহে উপসংহার টানতে পারেন, ডায়পার র্যাশই হয়েছে ওর।
ডায়াপার র্যাশের ফলে শিশুর কোমল ত্বক লালচে আঁশযুক্ত হয়ে পড়ে। অনেক সময় জায়গাটি সামান্য গরম হয়ে থাকে। কখনও কখনও এই র্যাশ শিশুর পেট, থাই পর্যন্তও ছড়িয়ে যায়। তাই বলছি, ডায়াপার কিনুন দেখেশুনে!(Why Premium is the Right Choice in Bengali.Why Premium is the Right Choice in Bangla.)
#1. ডাক্তারের পছন্দ (Doctor’s choice)
শিশুর ডায়াপার কেনার সময় প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-ই বেছে নিন। কেন না ডাক্তারদেরও পছন্দের তালিকায় এটাই রয়েছে শীর্ষে।
#2. অ্যালোভেরা লোশন-এর প্রলেপ (Coated with Aloevera Lotion)
প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-এ আছে অ্যালোভেরা লোশন-এর প্রলেপ, যা আপনার শিশুর নরম, কোমল ত্বককে রক্ষা করে।
#3. অ্যাবজরবিং চ্যানেল (Absorbing channels)
প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-এ আছে তিন-তিনটি অ্যাবজরবিং চ্যানেল। শিশুর ত্বক যাতে শুকনো থাকে, ডায়াপার র্যাশের কোনও আশঙ্কাই থাকে না।
#4. ওয়েটনেস ইন্ডিকেটর (Wetness Indicator):
এমনই বিশেষ গুণ আছে প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-এ। ডায়াপার বদলের সময় হলে নিজে থেকেই এটি রং বদলে হলদে থেকে নীল হয়ে যায়!
#5. তুলোর মতো তুলতুলে (Cotton like soft):
শিশুর ত্বক সংবেদনশীল। র্যাশ-অ্যালার্জির কথা মাথায় রেখেই প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট তৈরি হয়েছে তুলোর মতো তুলতুলে উপাদানে।
#6. সহজে ফেলা যায় (Easy to dispose):
প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-এ আছে ডিসপোজাল টেপ। শিশুর ব্যবহৃত ডায়াপার যাতে সহজেই মুড়ে, সিল করে ফেলে দেওয়া যায়।
#7. হাওয়া খেলবে (Breathable materials):
কোমলতম উপাদানে তৈরি হওয়ায় প্যামপারস প্রিমিয়াম কেয়ার প্যান্ট-এ আছে পর্যাপ্ত হাওয়া খেলার জায়গা। শিশুর ত্বককে যাতে ঝরঝরে, তরতাজা থাকে।