প্রিয়া চারমাসের গর্ভবতী। সেদিন ঝাঁ চকচকে মলে ঘুরতে গিয়ে নেহাৎই কৌতূহলের বশে “কিডস সেকশনে” ঢুকে পড়েছিল। সেখানে বাচ্চাদের খাবার বা বেবিফুড কেনার জায়গায় গিয়ে যে কোনও নামী প্রোডাক্ট হাত দিচ্ছে, তাতেই লেখা ডিএইচএ আছে না নেই! আবার ওপরে একখানা বড় ব্যানার টাঙানো যে “বাচ্চাকে পর্যাপ্ত ডিএইচএ দিচ্ছেন তো?” (Role of DHA in Child Development)
স্বাভাবিকভাবেই, প্রিয়ার মনে কৌতূহল জেগেছিল যে কী এই ডিএইচএ? বেবি ফুডের জায়গায় ডিএইচএ নিয়ে এত মাতামাতিই বা কীসের? (Why DHA for Infants Is Important) তার পরের দিনই প্রিয়ার চেক আপের ডেট ছিল। পরিচিত ডাক্তার ম্যাডামকে সামনে পেয়ে ডিএইচএ নিয়ে যা যা প্রশ্ন মনে ঘুরপাক দিচ্ছিল, সব উজাড় করে দিল প্রিয়া।
প্রিয়ার ডাক্তার ম্যাডাম সব শুনে হাসিমুখে সব খোলসা করে বুঝিয়ে দিলেন প্রিয়াকে। প্রিয়া নিজেও যে একখানা ডিএইচএ সাপ্লিমেনট খাচ্ছে (Benefits of Formula With DHA), সেটা শুনে অবাক। আপনাদেরও নিশ্চয় প্রিয়ার মতোই কৌতূহল হচ্ছে, এই ডিএইচএ নিয়ে। প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম প্রিয়ার প্রশ্ন আর ডাক্তারের উত্তর। বাচ্চার খাতিরে পড়ে নিন একনজরে। না হলে ঠকবেন কিন্তু!
ডিএইচএ, যার পোশাকি নাম ডোকোসাহেক্সায়েনোইক অ্যাসিড (docosahexaenoic acid), বাচ্চার বিকাশে অপরিহার্য তিনটি গুরুত্বপূর্ণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মধ্যে অন্যতম। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড; ডিএইচএ আমাদের শরীরের সুস্থতায় সারাজীবনই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরা যে আমাদের শরীরকে শুধু এনার্জির জোগান দেয়, তাই নয়; আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে, হৃদযন্ত্র এবং ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে (Health Benefits of Docosahexaenoic Acid (DHA))।
তিনটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমাদের মস্তিষ্কের বিকাশ ও কর্মক্ষমতা নিয়ন্ত্রণে ডিএইচএ-র প্রভাব সবথেকে বেশি। আমাদের মস্তিষ্কের কোষগুলিকে সঠিক কাঠামো দেয় এই ডিএইচএ এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতেও সাহায্য করে।
আমাদের শরীরের জন্য সারাজীবনই ডিএইচএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপোষক হিসেবে কাজ করে। কিন্তু শৈশবে অর্থাৎ বাচ্চার শারীরিক বিকাশে এই ফ্যাটি অ্যাসিডটি সবচেয়ে প্রভাবশালী। একটি বাচ্চার মস্তিষ্কের বিকাশ যেহেতু খুব দ্রুত হয় (Why is DHA Important for Babies and Young Children), তাই সেই মস্তিষ্কের সঠিক বিকাশে ও উন্নতমানের কোষ তৈরিতে ডিএইচএ অপরিহার্য।
গবেষণায় দেখা গেছে, একটি বাচ্চার জন্মের ১ বছরের মধ্যে তার মস্তিষ্কের ১৭৫% বিকাশ সম্পূর্ণ হয়ে যায়। দুই বছরের মধ্যে বাচ্চার মস্তিষ্কের বেশিরভাগটাই তৈরি হয়ে যায়। বাচ্চার মস্তিষ্ক এতো দ্রুত তৈরি হয় বলেই, এই সময় পর্যাপ্ত পরিমাণে ডিএইচএ-র প্রয়োজন হয় (Omega-3 Benefits)। মস্তিষ্কের সার্বিক বিকাশ হলেই বাচ্চা শারীরিক এবং মানসিক দিক থেকে পূর্ণতা পায়।
#1. গর্ভাবস্থায়: শিশু যখন মায়ের গর্ভে থাকে, তখন মায়ের শরীর থেকেই প্রয়োজনীয় ডিএইচএ গ্রহণ করে। মায়ের পুষ্টি ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে ভ্রূণ কতোটা ডিএইচএ পাচ্ছে। অনেক ক্ষেত্রে, ডাক্তার গর্ভবতী মাকে ডিএইচএ সাপ্লিমেনট খেতে দেন শুধু গর্ভস্থ বাচ্চার খাতিরেই (DHA Health Benefits in Pregnancy)।
#2. বুকের দুধ খাওয়া শিশু: একদম বাচ্চারা যারা মায়ের দুধ খায়, তারা মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ডিএইচএ পেয়ে যায়।
#3. বাড়ন্ত বাচ্চা: বাচ্চা সলিড খাবারে অভ্যস্ত হয়ে গেলে খাবারের মাধ্যমেই সে পেয়ে যাবে প্রয়োজনীয় ডিএইচএ (Dietary sources of DHA)। বাচ্চার রোজের খাবারে রাখুন,
শিশু বিশেষজ্ঞদের মতে, শিশুর সার্বিক বিকাশের জন্য তার খাবারে দৈনিক কিছু মাত্রায় ডিএইচএ এবং ইপিএ (eicosapentaenoic acid); এই দুই ফ্যাটি অ্যাসিড থাকা জরুরি।
যেসব বাচ্চা মায়ের দুধ খায়, তারা মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ডিএইচএ পায়, তাই সেই মায়েদের রোজের খাবারে অন্তত ৬০০-৮০০ মিলিগ্রাম ডিএইচএ থাকা উচিত (How Much DHA does a Baby Need)।
বাচ্চার দেড় বছর বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত তার পুষ্টিতে রোজ ৬০০ মিলিগ্রাম ডিএইচএ ও ই পি এ এই দুই ফ্যাটি অ্যাসিড থাকা বাঞ্ছনীয়।
বাচ্চা অবস্থায় বা বাড়ন্ত সময়ে বাচ্চার শরীরে যদি পর্যাপ্ত ডিএইচএ না যায়, তা হলে;
আপনার ছোট্ট সোনার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশ ও যোগাযোগেই তার সঠিক স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধি সম্ভব। মায়ের দুধ যেহেতু ডিএইচএ-র অন্যতম প্রধান উৎস; তাই ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়ান। কোনও কারণে যদি বেবি ফরমুলার ওপরে ভরসা করতে হয়, তা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফরমুলা কিনুন এবং ওতে ডিএইচএ আছে কি না লেবেল দেখে নিন (Best DHA Supplement for Babies)।
গর্ভবতী মায়েরা ও যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তারা রোজের খাবারে রাখুন ডিএইচএ সমৃদ্ধ খাবার। নিজেরা কোনও ডিএইচএ সাপ্লিমেনট বা ফিশ অয়েল কিনে খাবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন এবং তার অনুমতি নিয়ে তবেই সাপ্লিমেনট কিনুন। (Role of DHA in Child Development)
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null