আপনার শিশুটি কি রোগাভোগা, পুষ্টিহীনতায় ভুগছে? কোনও খাবারই খেতে চাইছে না ও? এর কারণে শিশুটির স্বাস্থ্যও ভালো হচ্ছে না! প্রায় সব মায়েরই শিশুর স্বাস্থ্য নিয়ে এমন নানা অভিযোগ থাকে। শিশুটি খেতে চায় না, কোনও খাবার খায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ডাক্তারের ঠিকানা তো আছেই। পাশাপাশি ঘরোয়া টোটকাও কিন্তু কাজে আসতে পারে। আপনার শিশুর ওজন-বৃদ্ধির সমস্যার সমাধান করতেই আজকের ফিচার। কিছু খাবার আছে যা আপনার শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। আসুন, একনজরে দেখে নিই কী সেই খাবার, আর তার গুণই বা কী!
#1. পিনাট বাটার রোল (Peanut Butter Rolls)
#2. আপেল-পিনাট বাটার স্মুদি (Apple Peanut Butter Smoothie)
#3. চকোলেট-পিনাট বাটার বল (Chocolate Peanut Butter Balls)
#4. পিনাট বাটার কুকিজ (Peanut Butter Cookies)
#5. পিনাট বাটার ওটমিল স্যান্ডউইচ (Peanut Butter Oatmeal Sandwich)