সন্তান পৃথিবীর আলো দেখার পর থেকেই মায়ের চিন্তার যেন আর শেষ নেই। বাচ্চার বাড়- বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে তো, প্রয়োজনীয় পুষ্টি সে পাচ্ছে তো? এরকম হাজারো চিন্তায় মায়ের রাতের ঘুমই যেন উধাও হয়ে যাচ্ছে। ৬ মাস পর্যন্ত বাচ্চাদের যেহেতু বুকের দুধই একমাত্র সুষম খাবার, তাই এই কয়েকমাস হয়তো খাবার বা খাবারের পুষ্টিগুণ নিয়ে মাকে খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু যেই বাচ্চা বড় হতে শুরু করে বা তার জিভের স্বাদ বদলানোর নিত্যনতুন খেয়াল শুরু হয়, অনেক মায়েরাই বিব্রত হয়ে পড়েন। কী ধরনের খাবার বাচ্চাকে দিলে তার বাড়ন্ত বয়সের পুষ্টি সম্পূর্ণ হবে বা তার শারীরিক শক্তি বৃদ্ধি হবে, এই চিন্তায় গালে হাত পড়ে মায়েদের। এখানে একটা কথা বলি, সুষম খাবারের ধারণাটা ঠিক কী বা কোন খাবারের প্রয়োজন কোথায়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু জেনে রাখলে অহেতুক চিন্তা করে বলিরেখা বাড়াতে হবে না আপনাকে। বাচ্চার খাবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন। আর আজ এই ভিটামিন নিয়েই আমাদের চুলচেরা আলোচনা। (Vitamins which are necessary for your child in Bengali)
উপকারিতা (Benefits)
কোন কোন খাবারে এই ভিটামিন-এ আছে ( Foods to eat)
কোন বয়সের বাচ্চাদের কতটা ভিটামিন-এ প্রয়োজন (Need according to age)
উপকারিতা (Benefits)
কোন কোন খাবারে এই ভিটামিন-বি আছে? (Foods to eat)
কোন বয়সের বাচ্চাদের কতটা ভিটামিন-বি ও বি১২ প্রয়োজন (Need according to age)
উপকারিতা (Benefits)
কোন কোন খাবারে এই ভিটামিন-সি আছে? (Foods to eat)
কোন বয়সের বাচ্চাদের কতটা ভিটামিন-সি প্রয়োজন (Need according to age)
উপকারিতা (Benefits)
কোন কোন খাবারে এই ভিটামিন-ডি আছে? (Foods to eat)
কোন বয়সের বাচ্চাদের কতটা ভিটামিন-ডি প্রয়োজন (Need according to age)
বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন ৪০০ ইন্টারন্য়াশনাল ইউনিট ভিটামিনের প্রয়োজন হয়।
উপকারিতা (Benefits)
কোন কোন খাবারে এই ভিটামিন-ই আছে? (Foods to eat)
কোন বয়সের বাচ্চাদের কতটা ভিটামিন-ই প্রয়োজন (Need according to age)
বাচ্চারা একদিন কম খাবার খেলে বা এইসমস্ত খাবার একসাথে না খেতে চাইলে, তাদের শরীর অসুস্থ হয় না।বাচ্চার ওজন যদি বয়স অনুযায়ী ঠিক থাকে এবং তার বাড়-বৃদ্ধি ঠিকমতো হয়, তাহলে তার খাবারের পুষ্টিগুণ নিয়ে অহেতুক চিন্তা করবেন না। সাধারণত খাবার থেকেই বাচ্চা তার প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যায়। বিনা কারণে, বাচ্চাকে বাইরে থেকে ভিটামিন ওষুধ খাওয়াতে যাবেন না। কোনও কারণে যদি আপনার বাচ্চার ডাক্তার তাকে ভিটামিন ওষুধ খাওয়াতে বলেন, একমাত্র তবেই বাচ্চাকে বাইরের ভিটামিন ওষুধ খাওয়াবেন।
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null