বেড়াতে যাওয়ার আগে মায়েদের চেকলিস্ট

Useful travel tips for mothers who are going on their first trip after having new born. বাচ্চা এখনও খুবই ছোট, অথচ কাজের প্রয়োজনে অথবা অন্য় কোনও দরকারে আপনার ওকে নিয়ে যাত্রা করতেই হলো। সঙ্গে একগাদা লাগেজ নিয়ে শিশু সামলানো যেমন অসুবিধা, তেমনই সঙ্গে আয়া নিয়ে যেতে অযথা খরচ। তবে কিছু জিনিস মাথায় রেখে আগে থেকে প্ল্যান করলে শিশু নিয়ে যাত্রা করে অনেক সহজেই সামলে নিতে পারেন। জেনে নিন কিছু টিপ্‌স। প্য়াকিংয়ের ঝামেলা মেটাতে কোন দিন, কী পরবেন মনে মনে ছকে নিয়ে একটা তালিকা করে ফেলুন। এবার দিন অনুযায়ী আপনার জামাপত্তর গুছিয়ে নিন। এক-এক সেটের জামা এক-একটি প্য়াকেটে ঢোকান। এতে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। সময়ও বাঁচবে। বাচ্চা যেহেতু সঙ্গে যাচ্ছে, তাই ঘরোয়া কিছু টোটকা ওষুধ অবশ্য়ই সঙ্গে রাখুন। সব জায়গায় ডাক্তার-বদ্য়ি মেলে না, টুকটাক শরীর খারাপে বাচ্চাকে এই ঘরোয়া ওষুধগুলোই আরাম দেবে। যেমন, সঙ্গে রাখুন পাতলা গুড়, হিংয়ের জল আর জোয়ান তেল। ছোট ছোট কৌটোতে সিরিঞ্জের মাধ্য়মে এসব ভরে ফেলুন। দেখে নেবেন, এর থেকে যেন লিক না করে। কৌটোগুলো হাতের কাছেই রাখুন, যাতে দরকারে চট করে বের করতে পারেন। হতেই পারে, খিদের চোটে বাচ্চা হঠাৎ কান্না জুড়ে দিয়েছে, অথচ তখনই সেরিল্য়াক বা অন্য় কিছু খাওয়ানো সম্ভব নয়। এমন সময় হাতের কাছে টুকটাক কিছু খাবারই আপনার কাজে আসতে পারে। যেমন মাল্টিগ্রেন বিস্কুট কিংবা অ্য়ামন্ড বাদাম। এগুলো গুঁড়ো করে সঙ্গে রাখুন। বাচ্চা নিয়ে যাচ্ছেন যখন, বাতিল জিনিস প্রচুর হবে। ভেবেছেন কি সেগুলো রাখবেন কোথায়? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বাতিল জিনিসের জন্য়েও আলাদা একটা ব্য়াগ রাখুন। আর তাতে রেখে দিন লেবু আর সুগন্ধি সাবান। লেবুর গায়ে ছুরি দিয়ে ছোট ছোট ফুটো করে নিন। এতে ওর গন্ধ ভালো আসবে। দুইয়ে মিলে ওই বাতিল জিনিসের ব্য়াগের দুর্গন্ধ রোধ করবে। আর যেটা লাগবেই তা হল ডাইপার বা বাচ্চার প্রয়োজনীয় আরও কিছু আবশ্য়ক জিনিস হাতের কাছে রাখার একটা ব্য়াগ। এর জন্য় আপনি পুরোনো কোনও ক্য়ামেরার ব্য়াগ ব্য়বহার করতে পারেন। ক্য়ামেরা রাখার জায়গায় কিছু ডাইপার ভরে ফেলুন। সামনের খাপটায় ওয়েট ওয়াইপারের প্য়াকেট রাখুন। আর চার্জারের জায়গায় রেখে দিন ওর প্য়াসিফায়ার। ব্য়াস কেল্লাফতে। তবে যদি সম্ভব হয়, বাচ্চাকে নিয়ে প্রথমবার ছোট কোনও সফরই প্ল্য়ান করুন। ও বাইরে গিয়ে কেমন থাকছে, সেটা দেখে নেওয়া উচিত। একবার ওর মেজাজ বুঝে গেলে আর কোনও চিন্তাই নেই। আর হ্য়াঁ, ঠান্ডা লাগার ভয় থাকলে আগে থেকেই ওর পায়ের তলায় ভেপার রাব মালিশ করে মোজা পরিয়ে দিন। এতে ওর শরীর গরম থাকবে।

বেড়াতে যাওয়ার আগে মায়েদের চেকলিস্ট (Tricks for travelling moms in Bengali)

  ১) প্য়াকিংয়ে ঝামেলা?
  • দিন অনুসারে গোছান
  • কোন দিন কী পরবেন, সেইভাবে ব্য়াগ গোছান
  • প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন
  ২) ঘরোয়া টোটকা
  • পাতলা গুড়, হিংয়ের জল, জোয়ান-তেল
  • সিরিঞ্জ দিয়ে ছোট ছোট কৌটো ভরে ফেলুন
  • কৌটোগুলো হাতের কাছেই রাখুন
  ৩) চটজলদি খাবার
  • মাল্টিগ্রেন বিস্কুট আর অ্য়ামন্ড বাদাম
  • এগুলো গুঁড়ো করে সঙ্গে নিন
  ৪) বাতিল জিনিসের ব্য়াগ
  • সুগন্ধি সাবান আর লেবু রাখুন সঙ্গে
  • লেবুতে ছোট ছোট ফুটো করে নিন
  • দুর্গন্ধ এড়াতে ডাম্পিং ব্য়াগে লেবু, সাবান রাখুন
৫) ডাইপার ব্য়াগ
  • পুরোনো কোনও ক্য়ামেরার ব্য়াগ নিন
  • এর মধ্য়ে ডাইপার রাখুন
  • ওয়েট ওয়াইপার রাখুন
  • প্য়াসিফায়ার রাখুন
  ৬) ছোট সফর প্ল্য়ান করুন ৭) বাচ্চার পায়ের তলায় ভেপার রাব মালিশ করে দিন