বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

অপেক্ষার অবসান অবশেষে। বাচ্চা মোটামুটি লায়েক হয়েছে, এবার ওকে নিয়ে বেড়ানোই যায়! মা-বাবা হিসেবে কম আত্মত্যাগ তো করেননি আপনারা। আসছে ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য কার্যত দিন গুণছেন তাই। কিন্তু একবার কি ভেবেছেন, গোটাটাই পরিকল্পনামাফিক না করলে আনন্দ-উচ্ছ্বাস ভেস্তে যেতে পারে সবই? কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে ব্যাগ পত্তর গোছাবেন, কী কী হাতের গোড়ায় রাখবেন, কোন ওষুধ অবশ্য নেবেন সবেরই পূর্ব-পরিকল্পনা প্রয়োজন। বেড়ানোর ঠিক মুখে এসে কোনও কিছু যাতে গুলিয়ে না যায়, তারই জন্য চেকলিস্ট থাকল নীচে। এটা মাথায় রেখে ঘোরা-বেড়ানোর পরিকল্পনা করলে হুজ্জুতি হবে না কিছুতেই!

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#1. খেলনার ব্যবস্থা রাখুন
গাড়িতে একটানা যাত্রায় বোর হতে পারে আপনার বাচ্চা। হাতের গোড়ায় তাই খেলনাপাতির বন্দোবস্ত রাখুন। ছোট বল, পুতুল, সফট টয় ইত্যাদি! এগুলোতেই মজে থাকবে বাচ্চা, কেটে যাবে অনেকটা সময়।

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#2. পছন্দের খাবার
যাত্রা পথে হোক বা হোটেলে বাচ্চার পছন্দের কিছু খাবার সবসময় সাথে রাখুন। খিদে পেলে অনেক সময়ই রেগে যায় ওরা, জেদ করে, কান্নাকাটি করে। সাথে রাখা মজার খাবারই ওর মন-পেট ভরিয়ে রাখবে।

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#3. আরামদায়ক পোশাক
বেড়ানোর পথে যে কোনও বাচ্চার জন্যই আরামদায়ক পোশাক খুবই গুরুত্বপূর্ণ। ঋতু বুঝে ওর জামাকাপড় গোছান। খেয়াল রাখুন, যাতে ওই পোশাকে স্বচ্ছন্দ থাকে ও। বাচ্চার অস্বস্তি হলে ভেস্তে যাবে গোটা পরিকল্পনাই!

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#4. গল্প বলে আগ্রহ বাড়ান
বেড়াতে যাওয়া কত মজার, কত আনন্দের আগে থেকেই গল্পের ছলে বলতে থাকুন বাচ্চাকে। এতে ওর মনে একটা আগ্রহ তৈরি হবে। বেড়ানোর কথা ভেবে উৎসুক থাকবে। বেড়ানোর দিনগুলো হয়ে উঠবে মন-ভরানো!

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#5. বন্ধু পেলে কেল্লাফতে
যেখানে বেড়াতে গেলেন, সেখানে হয়তো কোনও বন্ধু জুটিয়ে নিলো আপনার বাচ্চা। তখন বাধা দেবেন না ওকে, মিশতে দিন প্রাণ খুলে। বন্ধু পেলে একটু কম বিরক্ত করবে ও, বেড়ানো উপভোগ করবেন আপনি।

বাচ্চাকে নিয়ে বেড়ানোর চেকলিস্ট

#6. ব্যাগ প্য়াকের চেকলিস্ট
বেড়ানোর দিনগুলোয় বাড়ির স্বাচ্ছন্দ্য হয়তো আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন না। কিন্তু ওর শরীর-মন ফুরফুরে রাখতে অবশ্যই সঙ্গে রাখুন দরকারি ওষুধপত্তর, ওর আঁকার খাতা, খেলনাপাতি, রঙিন বই!