গর্ভে থাকার সময় তাঁর সন্তান কি বাইরের জগত সম্পর্কে কিছু বুঝতে পারে? এমন প্রশ্ন অনেক মায়ের মনেই থাকে। অনেকে ভাবেন, জন্মানোর পরেই বুঝি শিশুরা বাইরের জগত সম্পর্কে টের পায়। অনেকে আবার মনে করেন গর্ভে থাকতে থাকতেই শিশুদের বাইরের জগত সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। মহাভারতে যেমন অভিমুন্য সম্পর্কে বলা হয়েছিল। মায়ের গর্ভে থাকার সময় চক্রব্যূহে প্রবেশ করার শিক্ষা সে পায়। (Tips for Bonding With Your Unborn Baby)
পুরাণের কথা যদি বাদও দেওয়া যায়, তা হলেও বলা যায় বিষয়টি অমূলক নয়। বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন, গর্ভে থাকতে থাকতেই শিশুরা তাদের চারপাশের দুনিয়া সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়। গর্ভে থাকা অবস্থায় শিশুদের মধ্যে কোন কোন অনুভূতি জন্ম নেয় তার একটা ধারণা বিশেষজ্ঞরা দিয়েছেন। (Bonding With Your Baby During Pregnancy) দেখে নেওয়া যাক সেই তালিকা।
নিজের কৌতূহল থেকেই ইন্টারনেট খুলে উপরে লেখা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিল অরুণিমা। অরুণিমা এখন ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। গর্ভে থাকা শিশুদের অনুভূতির বিষয়ে পড়তে পড়তে ওর মনে হল, তা হলে তো ওর হবু সন্তানেরও এই অনুভূতিরগুলো তৈরি হচ্ছে! আর ছয়-সাত সপ্তাহ পরেই তার মধ্যেও একটু একটু করে আসবে শোনার ক্ষমতা বা স্মৃতিশক্তি (Brilliant Ways to Bond With Your Bump)।
তা হলে কি এখন থেকেই ওর শরীরে যে বড় হয়ে উঠছে, তার সঙ্গে একটা যোগাযোগ বা ‘কমিউনিকেশন’ তৈরি করতে পারে অরুণিমা?
প্রশ্ন নিয়ে সে হাজির চিকিৎসকের কাছে। চিকিৎসক জানালেন, বিষয়টা একেবারেই তাই। আর কয়েক সপ্তাহ পর থেকে অরুণিমা এমন অনেকগুলো কাজ শুরু করতে পারে, যা ভবিষ্যতে ওর সঙ্গে ওর সন্তানের বন্ধন আরও শক্তপোক্ত করবে। (Tips for Bonding With Your Unborn Baby) শুধু তাই নয় চিকিৎসক এটাও জানালেন অরুণিমার বর রাজীবের সঙ্গেও তাদের হবু সন্তানের বন্ধন কী করে আরও শক্তিশালী করে তোলা যাবে।
আরও পড়ুন: গর্ভাবস্থার শেষ তিন মাসে বাচ্চার বিকাশ!
#1. কথা বলুন গান শোনান: মনে রাখবেন, ২৩ সপ্তাহ গর্ভে কাটিয়ে ফেলার পরে শিশুদের মধ্যে একটু একটু করে শোনার ক্ষমতা তৈরি হয়। এই ক্ষমতাকে কাজে লাগান। ওর সঙ্গে কথা বলুন বা আপনার পছন্দের কোনও একটা গান গেয়ে শোনান। এমনভাবে কথা বলবেন বা গান গাইবেন যেন ও ছাড়া আর কেউ শুনতে না-পায়। ইচ্ছে হলে ওকে ছোটদের ছড়াও পড়ে শোনাতে পারেন। (How to Communicate with Your Unborn Baby)
#2. মাসাজ বা মালিশ: তিন মাস কেটে যাওয়ার পর আপনি আপনার পেটে মাসাজ করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, তিন মাস না-কাটার আগে এই মাসাজ বিপজ্জনক হতে পারে। কিন্তু তারপর থেকে খুব অল্প পরিমাণে মাসাজ করা যায়। মাসাজ করাকালীন আপনি আপনার হবু সন্তানের সঙ্গে কথা বলুন। এতে ওর সঙ্গে আপনার একটা সংযোগ তৈরি হবে।
#3. হেঁটে আসুন: দিনের মাথায় রুটিন মেনে অল্প হাঁটাহাঁটি হবু সন্তানের সঙ্গে আপনার খুব সুন্দর একটা বন্ধন তৈরি করে দিতে পারে। চিকিৎসকের থেকে জেনে নিন ,কতটা হাঁটাহাঁটি আপনার জন্য নিরাপদ। তারপর প্রতিদিন নিয়ম মেনে সেই পরিমাণে হাঁটুন। এতে মা এবং সন্তান দু’জনেরই উপকার হবে।
#4. ওর নড়াচড়ায় আপনার উত্তর: ১৮ থেকে ২০ সপ্তাহের মধ্যে আপনার সোনা গর্ভের মধ্যে নড়াচড়া শুরু করবে। যখনই সে এমন করছে, তখনই আপনি আপনার পেটে খুব আলতো করে হাত বোলান। (Can Baby Feel When I Rub My Belly) লক্ষ্য করবেন, এমনটা করলে ওই আলতো ছোঁয়ার উত্তরে সে হয়তো আবার হাত-পা ছুঁড়বে। আপনার সন্তানের সঙ্গে সংযোগ বাড়ানোর এর চেয়ে ভালো উপায় খুব কমই আছে।
#5. স্নানের সময়: হবু সন্তানের সঙ্গে বন্ধন শক্তিশালী করার বড় মাধ্যম হয়ে উঠতে পারে স্নান। যদি বাড়িতে বাথটাব থাকে তা হলে এই পদ্ধতি খুবই কার্যকরী। বেশ খানিকটা সময় আপনি কাটাতে পারেন বাথটাবে শুয়ে। মনে রাখবেন, গরম জল আপনার সন্তানের জন্য মোটেই ভালো নয়। পাশাপাশি কনকনে ঠান্ডা জলও ক্ষতিকারক।
হালকা উষ্ণ গরম জলে লম্বা সময় ধরে স্নান করুন। এই সময় আপনার সন্তানের কথা একমনে ভাবুন। পারলে পেটে হালকা মাসাজ করুন। পাশে খুব হালকা আওয়াজে গান চালিয়ে রাখতে পারেন। তবে প্রথম তিন মাস এই কাজ করতে যাওয়া বিপজ্জনক হতে পারে। চিকিৎসকের থেকে জেনে নিন, ঠিক কোন সময় থেকে আপনি বাথটাবে একটু বেশিক্ষণ ধরে স্নান করতে পারবেন।
#6. আপনার সোনার ছবি: চিকিৎসকের কাছে যখন স্ক্যান করাতে গিয়েছিলেন, সেই সময় যন্ত্রে যে ছবি দেখেছেন, পারলে তার একটা প্রিন্ট আউট বের করে নিন। সেই প্রিন্ট আউট আলমারি বা রেফ্রিজারেটর-এর পাল্লায় আটকে রাখুন। বারবার দেখুন ওর ছবিটা। এতে আপনার সঙ্গে আপনার সন্তানের বন্ধন আরও পোক্ত হবে। (Ways to Bond with Your Unborn Baby)
তবে শুধুমাত্র মায়েরাই কেন, বাবারাও পারেন তাঁদের হবু সন্তানের সঙ্গে সংযোগ বাড়াতে। তার জন্যও পথ বাতলে দিচ্ছেন চিকিৎসকরা। রইল সেই বিষয়ের টিপস-ও।
অরুণিমা আর রাজীব চিকিৎসকের কথা অক্ষরে অক্ষরে মেনে ঠিক করে নিল ওদের পদক্ষেপ। ওরা এখন জানে, যখন ওদের সন্তান পৃথিবীর আলো দেখবে, তার অনেক আগে থেকেই সে টের পেয়ে যাবে বাবা-মা তাকে কতটা ভালোবাসে। (Tips for Bonding With Your Unborn Baby)
আরও পড়ুন: গর্ভাবস্থায় খাদ্যতালিকায় রাখতেই হবে যেসব খাবার
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null