যে কথাগুলো কখনও তোমার মা তোমায় বলতে পারেনি

যে কথাগুলো কখনও তোমার মা তোমায় বলতে পারেনি

মাতৃত্ব পালন অথবা মাকে ভালোবাসা জানানোর আলাদা কোনও দিবস হয় না। প্রত্যেক দিনই মায়ের দিন, মাকে ভালোবেসে আগলে রাখার দিন! কিন্তু তাও যদি হঠাৎ করে মায়ের জন্য আলাদা কিছু বানিয়ে ফেলেন, ভালোবাসা বাড়বে বই কমবে না। বাইরে থেকে কিছু না কিনে তাই নিজের হাতে কিছু বানিয়েই মাকে উপহার দিন। তা সে দুল হোক, ঘর পরিষ্কার করে রাখা হোক কিংবা নতুন কোনও রান্না। অথবা নানান মন কাড়া অনুভূতি নিয়ে ছোট্ট একখানি ভিডিও ক্লিপ। যেখানে আপনিই না হয় তুলে ধরলেন মায়ের না বলা কথাগুলো! না না, বানাতে হবে না, আপনার কথা ভেবে আমরাই না হয় সাজিয়ে-গুজিয়ে দিলাম সবটা।(Things your mother never told you in Bengali.)
চোখ বন্ধ করলে আজও যেন স্পষ্ট দেখা যায়, জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে কীভাবে জোর খাটিয়ে পাশে থেকেছেন মা। সে, সেই ছোট্টবেলার রাতভর কান্না কিংবা অফিস জীবনের প্রথম দিনটায় কপালে দইয়ের ফোঁটা! আজ ভালোবাসার দিনে, ভালোবাসার কথা মুখ ফুটে বলার দিনে মায়ের জন্যই রইল ঝুলি-ভরা আদর, শ্রদ্ধা! অফিসের কাজ, কিংবা অন্য নানা চাপে আপনার পক্ষে হয়তো আলাদা করে কিছু করার সময় হয়ে উঠছে না। কিন্তু তাতে কী? আমরা তো আছি, উপরের এই ভিডিওটাই না হয় শেয়ার করলেন নিজের টাইমলাইনে। মাকে ট্যাগ করে জানিয়ে দিলেন, তাঁর প্রতি আপনার অনুভূতি ঠিক কতটা গভীর, কতটা সত্যি আর কতটা মধুর! মায়ের ওই অপার্থিব হাসির জন্য এটুকু তো করাই যায়!