সদ্যোজাত শিশু অর্থাৎ নবজাতকের সুস্থতায় আমরা সবসময় চিন্তিত থাকি। বাবা-মায়ের চেয়ে অনেক ক্ষেত্রে অন্যদের চিন্তাটা যেন একটু বেশিই হয়ে যায়। বিশেষ করে সেকেলে ভাবনাচিন্তার মানুষজনের উপদেশ, বিভ্রান্তি, চিন্তায় জর্জরিত হই আমরা। বুঝতে হবে, আগে অনেক কিছুই হতো, এখন যেটা করা চলে না। সে আজকালের দুনিয়া ভেজাল ভরার কারণেই হোক বা চিকিৎসা পরিকাঠামোর বদলের জন্য। এখনের নবজাতকের যত্ন নেওয়ার ধরন-ধারণটাই পাল্টে গিয়েছে আমূল। তাই আপনাকেও বেরিয়ে আসতেে হবে পুরোনো ধরন-ধারণ থেকে। কেননা পুরোনো এই আচার-আচরণই অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে মা-বাবার মনে। যা থেকে অনেক সময়ই তাঁরা এমন কাজ করে বসেন, যাতে ক্ষতি হয় বাচ্চার! চলুন তবে দেখে নিই নবজাতকের সাথে কোন কাজগুলো এক্কেবারেই আর করব না আমরা! Things To Avoid While Taking Care Of A Newborn.
#1. মুখে মধু (Honey): অনেকেই মনে করেন মধু বা চিনি খাওয়ালে শিশুর কথাও মিষ্টি হবে। এই ধারণা এক্কেবারে ভুল। শিশুর জন্মের পর সবচেয়ে বেশি প্রয়োজন শালদুধ। চিনি বা মধু দিলে জীবাণুর সংক্রমণে শিশু আক্রান্ত হতে পারে! Things To Avoid While Taking Care Of A Newborn.
#2. আদরে অসর্তকতা (Playing too hard): বাচ্চার ঘাড় শক্ত হতে ৩ মাস সময় লাগে। কোলে নেওয়ার সময় তাই বাড়তি সতর্ক থাকুন, বাচ্চার মাথা যাতে ঝুলে না যায়। খেলার সময়ও ওকে এমনভাবে দু’হাতে ধরতে হবে, যেন ছিটকে না পড়ে যায়!
#3. ঘরে ধূপ-ধুনো (Agarbatti): অনেকেই নবজাতকের ঘরে ধুনো ধরান কিংবা ধূপ জ্বালান। এতে শিশু অমঙ্গল থেকে রক্ষা পায় বলেই তাঁদের ধারণা। এই ধূপই কিন্তু শিশুর শ্বাসকষ্ট কিংবা অন্য অসুখের কারণ হাত পারে। বর্জন করুন এখনই।
#4. চোখে কাজল (Kajal): বাচ্চার যেন নজর না লাগে সেজন্য অনেকেই বাচ্চাকে টিপ বা কাজল পরান। এতে বাচ্চার নানান অস্বস্তি হতে পারে। হয়তো এলার্জি বেরোলো ওর, বা ক্ষতি হল চোখ ও ত্বকের। এসব তাই পরিহার করুন।
#5. ঠোঁটে-চোখে হামি (Kissing): যেখানে-সেখানে হামি দিলে শিশুর সংক্রমণ হতে পারে! নিতান্তই যদি আদর করতে ইচ্ছে করে, ওর নরম পায়ের তালুতে হামি দিন। বেরিয়ে এসে হাত-মুখ না ধুয়ে শিশুর কাছেও যাবেন না যেন!
#6. পোষ্যের সাথে একা (Pets): সদ্যোজাতর শরীরের গন্ধ চিনতে খানিক সময় লেগে যায় বাড়ির পোষ্যটির। তাই ওদের দু’জনকে কখনও একলা ছাড়বেন না। শিশুটিকে বাইরের কেউ ভেবে আঁচড়ে-কামড়ে দিতে পারে চারপেয়ে ছানাটি! Things To Avoid While Taking Care Of A Newborn.
#7. বালিশ-কুশন (Pillows & cushions): অজানা বিপত্তি এড়াতে ছোট্ট সোনার শোওয়ার জায়গায় বালিশ-কুশন না রাখাই ভালো। এগুলো নরম মানলাম, কিন্তু তার চেয়েও নরম নবজাতকের ত্বক! নড়াচড়া করতে গিয়ে আঘাত পেতে পারে ও!