৫টা মাস ধরে যাকে এক মুহূর্ত কাছ ছাড়া করেননি, রাতে ঘুমোতে ঘুমোতেও ৫ বার উঠে দেখতেন সে ঠিকভাবে ঘুমোচ্ছে কি না, যে কাঁদতে শুরু করলে আপনার পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়; তাকেই বাড়িতে রেখে এবার আপনাকে বাইরে বেরোতে হবে রোজ। কোলের একরত্তিটিকে ছেড়ে জীবিকায় মনোনিবেশ করতে মায়ের মন একেবারেই সায় দেবে না। কিন্তু সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই বাবার সাথে তাল মিলিয়ে অর্থ উপার্জন করতে হবে মাকেও। মনে হাজার কষ্ট চেপে ছোট্ট সোনাকে বাড়িতে রেখে এবার আপনাকে কর্মক্ষেত্রে যোগ দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি যে শেষ হতে চললো!এখন জীবিকার সাথে তাল মেলাতে গিয়ে দাদু-ঠাম্মা-কাকু-পিসিদের নিয়ে সরগরম যৌথ পরিবার পরিণত হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলিতে। তাই ছোট্ট বাচ্চাগুলোকেও বেড়ে উঠতে হয় সদা ব্যস্ত মা আর বাবাকে নিয়েই। সবই মানিয়ে গুছিয়ে হয়তো চলা যায়, গোল বাঁধে মায়ের ম্যাটারনিটি লিভ শেষ হয়ে গেলে। বেশির ভাগ ক্ষেত্রেই দাদু-ঠাকুমা বা দাদুভাই-দিদুনরা একটানা এসে বাচ্চার কাছে থাকতে পারেন না। মনের টান ১০০ ভাগ থাকলেও বাদ সাধে তাঁদের বয়স আর দূরত্ব।(Steps to finding a Super Babysitter in Bangla. Bacchar jonyo aaya khojar shorto. Super Babysitter for your baby in Bengali.)
অগত্যা উপায়, এমন একজন মানুষকে বাড়িতে নিয়ে আসা, যে কিনা নিজের বাচ্চার মতো ভালোবেসে যত্ন করবে তাদের বাচ্চাটিকেও। আগলে রাখবে সারাটা দিন। যারা এই জীবিকার সাথে যুক্ত, তাদের কিন্তু খুব সুন্দর একখানি নাম আছে। পোশাকি ভাষায় “বেবিসিটার” বা “ন্যানি” বা আয়া বলা হয় তাদের। ভারতীয় সংস্কৃতিতে আমরা সব্বাইকে আপন করে নিতে ভালোবাসি, তাই আপনি আপনার বাচ্চার বেবিসিটারকে সম্মান দিয়ে “দিদি”, “মাসি” বা “ম্যাডাম” বলে ডাকতেই পারেন।
মায়ের মন সবসময় যেন মন্দটাই আগে দেখতে পায়। নানারকম খবরে একলা বাচ্চাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব দুর্ঘটনা অস্থির করে তোলে তাদের। সম্পূর্ণ অচেনা একজন মানুষের কাছে কীভাবে সারাদিন রেখে যাবেন তাদের নাড়ি-ছেঁড়া ধনকে, এই ভাবনাতেই আকুল হয়ে যান তারা। তবে কী জানেন, চোখ-কান খোলা রেখে এবং নিজের বিচার-বিবেচনা কাজে লাগিয়ে যদি একটু সন্ধান করেন, তা হলেই কিন্তু আপনার বাচ্চার জন্য পারফেক্ট বেবিসিটার খুঁজে পাবেন। বাচ্চার জন্য বেস্ট বেবিসিটার বা বাচ্চাকে সর্বক্ষণের দেখভালের কাউকে কাজে বহাল করার আগে কোন কোন বিষয়ে সতর্ক হবেন,দেখে নিন একনজরে।
#1. ভালোভাবে নিজের হোমওয়ার্ক শুরু করুন:আপনার ম্যাটারনিটি লিভ শেষ হওয়ার বেশ কিছুদিন আগে থেকে বাচ্চাকে কার কাছে রেখে যাবেন, সে বিষয়ে পড়াশোনা শুরু করে দিন। বাচ্চার জন্য পারফেক্ট সঙ্গী খোঁজার ক্ষেত্রে মাথায় রাখুন এই বিষয়গুলি;
1.শিক্ষাগত যোগ্যতা। ছোট্ট বয়স থেকেই বাচ্চার রুচিবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে।প্রয়োজন অনুযায়ী শিক্ষিত ও রুচিশীল একজন মানুষের সাথে যদি বাচ্চা সময় কাটায়,তা বাচ্চার স্বভাব গঠনে গুরুত্বপূর্ণ অংশ নেবে।
2.সমস্ত পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ ভালোভাবে যাচাই করুন। দুই কপি ফটো সমেত সমস্ত জেরক্স কপি আপনার কাছে রাখুন।
3.ইন্টারভিউ চলাকালীন তিনি বাচ্চার সাথে কীভাবে মিশছেন তা লক্ষ্য রাখুন। বাচ্চাকে ওর মতো করে বোঝার ধৈর্য বা ক্ষমতা ওনার আছে কি না, বোঝা যাবে এখান থেকেই।
4.প্রাথমিক ফার্স্ট-এড এবং সিপিআর(CPR) জানা জরুরি।
5.লক্ষ্য রাখুন পরিচ্ছন্নতার ওপরেও। বাচ্চাকে যার কাছে ছেড়ে যাবেন, তাকে যে যথেষ্ট পরিচ্ছন্ন থাকতে হবে, এ কথা আর আলাদা করে নাই বা বললাম।
6.বাচ্চাদের নিয়ে তার অভিজ্ঞতা বা আগের কাজের অভিজ্ঞতা শুনুন তার মুখ থেকেই। পরে যাচাই করে নিতে পারেন।
7.পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তিনি কীভাবে সিদ্ধান্ত নেন,ছোটখাটো প্রশ্ন করে বুঝে নিন। যেমন আপনি প্রশ্ন করলেন “বাচ্চা কিছুতেই খেতে চাইছে না ও প্রচণ্ড কাঁদছে, কী করবেন আপনি?” যার ইন্টারভিউ নিচ্ছেন, তার উত্তর শুনে পটুত্ব বোঝার চেষ্টা করুন।
আরও পড়ুনঃ ছোট থেকেই শুরু হোক নিয়মানুবর্তিতার শিক্ষা, জেনে নিন কৌশল
#2. একজন বেবিসিটার কী কী নির্দেশ মেনে চলবেন?
#3. একজন বেবি সিটারের যা কখনই করা উচিত নয়?
#4. বেবিসিটারকে কী কী গুরুত্বপূর্ণ তথ্য জানানো আপনার অবশ্য কর্তব্য?
একটু সতর্ক হয়ে, বিশ্বস্ত সূত্র ধরে বেবিসিটার বা আয়া বহাল করুন। দেখবেন, বাচ্চার যত্নে কোনও ত্রুটি হবে না। তবে, মায়ের মন কি না, সবসময় খুঁতখুঁত করে। তাই বাড়তি মানসিক শান্তি পেতে বাড়িতে ইনস্টল করতে পারেন “ন্যানি ক্যামেরা” বা “সিটার ক্যামেরা”। এর মাধ্যমে অফিসে বসেই আপনি দেখতে পাবেন বাড়িতে বাচ্চা কীভাবে বেবিসিটারের সাথে সময় কাটাচ্ছে, তাও সবার অজান্তে। আপনিও নিশ্চিন্ত আর বাচ্চাও সুরক্ষিত। সতর্ক হয়ে বিশ্বাস করতে শিখুন, শুধু বেবিসিটার বাছাই কেন, জীবনের অনেক ক্ষেত্রেই কম ঠকবেন!
আরও পড়ুনঃ যৌথ বা অণু পরিবার, কচি-মনের চাহিদা মেটানোই শেষ কথা!
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null