গরমে শরীর ঠাণ্ডা ও মন তাজা রাখতে শরবত বানানোর সেরা ১০ রেসিপি!

গরমে শরীর ঠাণ্ডা ও মন তাজা রাখতে শরবত বানানোর সেরা ১০ রেসিপি!

জাঁকিয়ে পড়েছে গরম। বাইরে রোদ যেন গায়ে ছ্যাঁকা দিচ্ছে, তার যোগ্য দোসর হয়ে বইছে লু বা গরম হাওয়া। বাড়ির বড়রা তো বটেই, বাচ্চারাও যেন নেতিয়ে পড়ছে গ্রীষ্মের চোখরাঙানি দেখে। এই সময় এমন কিছুই তো দরকার, যা শরীর ও মন দুইই ঠান্ডা করবে। লু-এর হাত থেকে বাঁচাবে বাচ্চাগুলোকে। আবার বাচ্চারা তো শুধু স্বাস্থ্য ব্যাপারটা ঠিক বোঝে না যে, আপনি যা হোক কিছু টুক করে বানিয়ে দিলেন আর ওরা ঢুক করে গিলে নিল। বাবাজীদের জিভের স্বাদটি যে ষোল আনা। বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছে বা খেলাধূলা করে ক্লান্ত, বা ধরুন গরমের ছুটিতে মায়ের কাছে আবদার হল নতুন কিছু খাওয়ানোর। কী এমন বানাবেন বলুন তো, যা চটজলদি হয়ে যায়, খেতেও দারুণ মজাদার আবার স্বাস্থ্যগুণেও টইটম্বুর। আর বলাই বাহুল্য, গরমের খারাপ দৃষ্টি থেকেও রক্ষা করবে আপনার বাচ্চাকে এরাই। আরও বলতে হবে? রকমারি শরবতের চেয়ে বাচ্চাদের বেশি প্রিয় আছে কিছু ? দেখে নিন এই ৭টি ঠান্ডা রেসিপি। গরমে করুন বাজিমাত। (Summer Drinks Recipes in Bangla.)

 

গরমের শান্তিতে ১০ শরবত (10 Best Summer Drinks Recipes)

এই গরমে যারা শরবত, ফলের জুস, মিল্কশেক-এর রেসিপি খুঁজছেন তাদের জন্য! নিজে খান, আমাদেরও আমন্ত্রণ জানান!

#1.আম পোড়ার শরবত (Burnt Raw Mango Drink)

উপকরণ (Ingredients)

  • কাঁচা আম ২-৩ টি
  • চিনি
  • বিট নুন
  • ঠান্ডা জল
  • গোলমরিচ গুঁড়ো

প্রণালী (Method)

  • প্রথমে কাঁচা আমগুলিকে আগুনের আঁচে পুড়িয়ে নিন।
  • আমের ওপরের ছাল কালো কালো হয়ে গেলে একটা কাঁটাচামচ আমের গায়ে ফুটিয়ে দেখে নিন আম নরম হয়েছে কি না।
  • পোড়ানো হয়ে গেলে আমগুলো ঠান্ডা জলে ফেলে দিন ও আমের খোসা ছাড়িয়ে নিন।
  • এবার আমের শাঁস আলাদা করে নিয়ে ব্লেন্ডারে রাখুন। এর সাথে বিট নুন ও প্রয়োজনমতো চিনি দিন। এবার পুরো মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করে নিন।
  • মিশ্রণটিতে অল্প ঠান্ডা জল দিয়ে গুলে সেটি অন্য একটা পাত্রে ছেঁকে নিন।
  • খেতে দেওয়ার আগে অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

 

#2.বেলের মিষ্টি শরবত (Bel Panna)

উপকরণ (Ingredients)

  • পাকা বেল
  • চিনি ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করা
  • পাতিলেবু বা গন্ধরাজ লেবু
  • ঠান্ডা জল
  • বিট নুন বা সাধারণ নুন

প্রণালী (Method)

  • পাকা বেল ফাটিয়ে ভিতর থেকে পুরো শাঁসটা বের করে নিন।
  • ঠান্ডা জলে বেলের শাঁস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • শাঁস নরম হয়ে এলে চটকে ক্কাথ বার করে নিন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
  • বেল কতটা মিষ্টি সেটা পরখ করে নিয়ে ওই ক্কাথে স্বাদমতো চিনির গুঁড়ো মিশিয়ে নিন।
  • চিনি ভালো করে গুলে এলে অল্প বিট নুন আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিন।
  • ঠান্ডা ঠান্ডা খেতে দিন।

 

#3. দুধ আম (Mango with Milk)

উপকরণ (Ingredients)

  • ২ কাপ দুধ
  • ২ কাপ আমের শাঁস (আলফানসো বা যে কোনও মিষ্টি আম)
  • চিনি
  • ৪টি এলাচের গুঁড়ো
  • ২ টেবিল চামচ চালের আটা বা কর্নফ্লাওয়ার
  • আখরোট, কাজু, কিসমিস, পেস্তা, আমন্ড ইত্যাদি ড্রাই ফ্রুটস
  • খোয়া ২ টেবিল চামচ
  • এক চিমটে কেশর

প্রণালী (Method)

  • দুধের মধ্যে কেশর ফেলে দিয়ে অল্প আঁচে ১৫-২০ মিনিট দুধ বসিয়ে দিন। এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে ভালো করে গুলে নিন।
  • এবার চালের আটা বা কর্নফ্লাওয়ারটা ৩-৪ চামচ ঠান্ডা দুধে মিশিয়ে ওই দুধের মধ্যে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। লক্ষ্য রাখুন যেন দলা পাকিয়ে না যায়। এলাচ গুঁড়ো মিশিয়ে দিন।
  • মিশ্রণটা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
  • এরপর খোয়াটা মিশিয়ে দিয়ে পুরো মিশ্রণটা ঠান্ডা হতে দিন।
  • ড্রাই ফ্রুটসগুলো তাওয়াতে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নিন। এই গুঁড়ো কিন্তু একেবারেই মিহি হবে না।
  • দুধ ও খোয়ার ওই মিশ্রণে এবার এই ড্রাই ফ্রুটস গুঁড়ো আর ব্লেন্ড করে রাখা আমের শাঁসটা ভালো করে মিশিয়ে দিন।
  •  ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দুধ আম।

 

#4.ডাব শাঁসের শরবত (Coconut Water with Coconut Meat)

উপকরণ (Ingredients)

  • একটি শাঁসওয়ালা ডাব

প্রণালী (Method)

  • ডাব ফাটিয়ে তার জল আলাদা করে নিন আর শাঁস ছাড়িয়ে রাখুন।
  • ডাবের জল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
  • খেতে দেওয়ার আগে ডাবের ঠান্ডা জলে শাঁস মিশিয়ে ব্লেন্ডারে শরবত বানিয়ে নিন। জল ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না, তাতে ডাব- শাঁসের আসল স্বাদ চলে যায়।

 

আরও পড়ুন: ৫টি সুস্বাদু রেসিপি বাচ্চার জলখাবারের জন্য!

 

#5. আনারস আদার লস্যি (Pineapple ginger lassi)

উপকরণ (Ingredients)

  • ছাড়ানো আনারস
  • আদা অল্প গ্রেট করা
  • এলাচ গুঁড়ো
  • টক দই
  • চিনি
  • বিট নুন

প্রণালী (Method)

  • আনারস ছোট ছোট টুকরোয় কেটে নিন।
  • এবার ব্লেন্ডারে আনারস-সহ সমস্ত উপকরণ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • মিষ্টির পরিমাণ স্বাদমতো ঠিক করে নিন।
  • ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

 

#6. তরমুজের শরবত (Watermelon Punch)

উপকরণ (Ingredients)

  • তরমুজ ২০০ গ্রাম
  • আদা ৫ গ্রাম
  • লেবুর রস ৫ মিলিগ্রাম
  • লবণ- চিনি স্বাদ অনুযায়ী
  • জল

প্রণালী (Method)

  • তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন।
  • তরমুজের বীজ বের করে নিন।
  • এক সাথে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
  • ৩০ মিনিট ফ্রিজে রেখে এবার পরিবেশন করুন। উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো৷

 

#7. আমদই শরবত (Mango Yogurt Smoothie)

উপকরণ (Ingredients)

  • কাঁচা বা পাকা আম ৪টি
  • টক দই ১৫০ গ্রাম
  • কাঁচা মরিচ ৮-১০টা
  • গোল মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ
  • ধনেপাতা- আন্দাজ মতো
  • চিনি, বিট লবণ- আন্দাজ মতো
  • বরফ কুচি

প্রণালী (Method)

  • আমের আঁটি ছাড়িয়ে এর সঙ্গে দই, ধনেপাতা, বরফ কুচি পরিমাণমতো চিনি ও বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। এতেই তৈরি হয়ে যাবে আপনার শরবত।

#8. জাফরানি শরবত (Zafrani Sharbat)

উপকরণ (Ingredients)

  • দুধ- আধ কেজি
  • জাফরান আধ চা-চামচ
  • পেস্তা কুচি, আমন্ড বাদাম কুচি, কিশমিশ- আধ টেবিল-চামচ করে
  • চিনি- ৪ টেবিল-চামচ
  • পেস্তা, আমন্ড বাটা- ১ টেবিল-চামচ
  • এলাচ গুঁড়ো- সিকি চা-চামচ
  • গোলাপের জল- আচ চা-চামচ

প্রণালী (Method)

  • দুধ, গোলাপ জল, জাফরান, চিনি একসঙ্গে গ্যাসে বসান।
  • ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।
  • বাকি উপকরণ মিশিয়ে, বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

#9. আদা-লেবুর জল (Lemon Ginger Morning Drink)

উপকরণ (Ingredients)

  • আদার রস- ১ চা-চামচ
  • লেবুর রস- ১ টেবিল-চামচ
  • চিনি- ২ টেবিল-চামচ
  • জল- ১ গ্লাস

প্রণালী (Method)

  • সমস্ত উপকরণ একসঙ্গে মিলিয়ে খেয়ে ফেললেই হলো!

#10. আপেলের শরবত (Mixed Apple Juice)

উপকরণ (Ingredients)

  • আপেল- ২০০ গ্রাম
  • লেবু- ৫ গ্রাম
  • লবণ- স্বাদমতো
  • গুড় – ৫ গ্রাম
  • জল, বরফকুচি পরিমাণমতো

প্রণালী (Method)

  • আপেলের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন।
  • লেবুর রস তৈরি করুন
  • সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
  • কথায় কথায়, এই এত্তগুলো রেসিপি দিয়ে ফেললাম। বানিয়ে, জানাতে ভুলবেন না যেন, কেমন লাগল আপনার ছানা আর পরিবারের? তবে হ্যাঁ, শুধু বানিয়ে
  • ফেললেই হলো না। নীচের পয়েন্টগুলোও একবার চোখ বুলিয়ে নিন! বাচ্চাকে দিতে গেলে এগুলো ভুললে কিন্তু চলবে না একদমই!

 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Some more to follow):

  • বাচ্চার ঠান্ডা লাগার ধাত থাকলে তাকে সরাসরি ফ্রিজের জিনিস দেবেন না। একটু গরম হয়ে এলে তবেই দিন।
  • যে কোনও শরবত বা স্মুদি বানাতে ব্যবহার করুন টাটকা তাজা ফল।
  • বাচ্চা ঘেমে নেয়ে রোদ থেকে বাড়ি এলে সঙ্গে সঙ্গে জল বা কোনও ঠান্ডা শরবত দেবেন না। হতে পারে সান স্ট্রোক। একটু বসে বিশ্রাম নেওয়ার পরেই দিন।

 

আরও পড়ুন: পাঁচটি রেসিপি, বাচ্চার টিফিন বাক্স খালি হবে চটজলদি!

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

null

null