বাচ্চার খিদে পেয়েছে, বুঝবেন যেভাবে!

শিশুর ভাষা বোঝার সাধ্যি যেহেতু নেই, তাই শিখতে হবে ওর ইশারা-ইঙ্গিত! আজ রইল ওর খিদে পাওয়ার ভাব-ভঙ্গির একটা ছোট্ট ফিরিস্তি! দেখলেই শিখে যাবেন খিদে পাওয়ার ভাষা!…

হয়তো সে রেগে গেল হঠাৎই, কিংবা যা-ই পাচ্ছে মুখে পুরে নিচ্ছে। আপনি মানা করে সত্ত্বেও আঙুল চুষেই যাচ্ছে নতুবা বাড়ির অতিথির প্লেটের দিকে চেয়ে আছে হাঁ করে! বাচ্চাকে বেয়াদপ ভাববেন না, গাফিলতি তো আপনার! ও এসব করছে, কেন না খিদে পেয়েছে ওর। পুঁচকে যেহেতু কথা বলতে পারে না, তাই ওর ভাষা বোঝার দক্ষতা মা হিসেবে অর্জন করতে হবে আপনাকেই। হাবে-ভাবে, উদ্ভট আওয়াজে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করবে আপনার শিশু। তার পুরোটা হয়তো ঠাওর করতে পারবেন না আপনি। আজকের ভিডিয়োয় রইল একটা সহজ গাইডলাইন! আশা করি, এবার সহজ হবে শিশুর খিদে পাওয়ার ভাষা!(5 Signs that your Baby is Hungry in Bangla.Signs that your Baby is Hungry in Bengali)

#1. হয়তো দেখলেন হঠাৎই খামখেয়ালিপনা শুরু করেছে আপনার বাচ্চাটি। অথবা রাগ দেখাচ্ছে বেজায়! এ আর কিছু নয়, খিদে পাওয়ার লক্ষ্মণ!

#2. খিদে পেলে হাতের গোড়ায় যাই পাবে তাই মুখে নেবে আপনার বাচ্চা। সে ওর সবচেয়ে প্রিয় খেলনাই হোক কিংবা চামচে-বাটি!

#3. যদি দেখেন, বাচ্চাটি খুব করে নিজের আঙুলগুলো চুষে যাচ্ছে, বুঝে নিন খিদে পেয়েছে ওর! খাবার না পেয়ে আঙুল চুষেই সাধ মেটাচ্ছে বেচারা…

#4. যদি খুব খিদে পায় ছোট্ট সোনার, খাবার দেখেই লাফিয়ে উঠবে সে। বাটির উপরই হামলে পড়বে প্রায়, আনন্দে খিলখিলিয়ে উঠবে!

#5. হয়তো কিছু একটা খাচ্ছেন আপনি, হাত বাড়িয়ে, হাঁ করে সেটাই খেতে চাইবে আপনার ছানা! আর দেরি নয়, বড্ড খিদে পেয়েছ ওর! খেতে দিন এখনই!