গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেসটার; ধাপে ধাপে কতটা বিকাশ হবে গর্ভস্থ ছানার!

গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেসটার; ধাপে ধাপে কতটা বিকাশ হবে গর্ভস্থ ছানার!

প্রথম ট্রাইমেসটারে হবু মায়ের শরীর জুড়ে চলে নানা পরিবর্তন। সক্কাল সক্কাল গা বমি, মাথা ঘোরানো আর শরীরে হরমোনের তাণ্ডবে নাজেহাল হয়ে যায় বেচারা মা। গর্ভের প্রাণটিও তখন
সবে তৈরি হতে শুরু করেছে। তার না আছে নির্দিষ্ট কোনও আকার, না আছে স্পষ্ট অবয়ব। (Second Trimester Fetal Development)

প্রথম তিন মাস কেটে গেলে মায়ের শরীর পরিবর্তনগুলোর সাথে ধাতস্থ হতে শুরু করে ধীরে ধীরে। গর্ভের ভ্রূণটিও একটু একটু করে পেতে শুরু করে মানুষের অবয়ব। তৈরি হতে শুরু করে তার অঙ্গপ্রত্যঙ্গ, তৈরি হতে শুরু করে পেশি এবং স্নায়ুতন্ত্র।

এই দ্বিতীয় ট্রাইমেসটারেই(১৩-২৭ সপ্তাহ) আলট্রাসাউনডে দেখা যায় স্পষ্ট একখানি বাচ্চার প্রতিচ্ছবি, মা বুঝতে না পারলেও পেটের মধ্যে মাঝেমাঝেই নড়ে ওঠে কুচো ছানা। যারা নতুন মা হতে চলেছ, তারা যে কতটা উদগ্রীব থাকো তোমাদের বাচ্চার বাড়বাড়ন্ত নিয়ে সেটা আমরা জানি।

সাধারণ মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, আর তোমরা প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকো, কারণ একটাই, ডাক্তার তোমাদের বলে দিতে পারবেন যে পেটের ছানাটি কেমন আছে বা কতটা বড় হল। তোমাদের কথা ভেবেই আজ আমাদের এই প্রতিবেদন। দ্বিতীয় ট্রাইমেসটারের প্রত্যেক সপ্তাহে বাচ্চা কতটা বাড়ে বা কী কী শারীরিক বিকাশ হয় তার (Fetal Development Second Trimester), রইলো বিশদ বিবরণ। দেখে নাও একনজরে।

 

#1. ১৩তম সপ্তাহ; প্রথম প্রস্রাব (Week 13: Urine Forms):

  • বাচ্চার চেহারার কাঠামোতে হাড় শক্ত হতে শুরু করে। মাথার খুলি এবং শরীরের অন্যান্য অংশের লম্বা হাড়গুলি ধীরে ধীরে মজবুত হতে থাকে।
  • বাচ্চা যে অ্যাম্নিওটিক তরলের মধ্যে ভেসে থাকে, সেই তরলই বাচ্চার পেটে যায় এবং মূত্র বা ইউরিন তৈরি করে। বাচ্চা এই মূত্র অ্যাম্নিওটিক স্যাকেই বার করে দেয়।
  • বাচ্চার ত্বকে সেরকম কোনও পরিবর্তন আসে না। এই সময়ে বাচ্চার ত্বক স্বচ্ছ এবং পাতলাই থাকে।

 

#2. ১৪তম সপ্তাহ; লিঙ্গ পরিচয় (Week 14: Baby’s Sex Becoming Apparent):

  • বাচ্চার দৈর্ঘ্য প্রায় ৮৭ মিলিমিটার আর ওজন প্রায় ৪৫ গ্রাম।
  • বাচ্চার ঘাড় বেশ স্পষ্ট হয়ে ওঠে।
  • শরীরের নীচের দিকের অঙ্গপ্রত্যঙ্গও তৈরি হয়ে যায়।
  • এই সপ্তাহ থেকেই বাচ্চার লিঙ্গ স্পষ্ট হতে শুরু করে।
  • শরীরে লোহিত কণিকা তৈরি হতে শুরু করে।

 

#3. ১৫তম সপ্তাহ; চেহারার আদলে বদল (Week 15: Baby’s Scalp Pattern Develops):

  • বাচ্চার বিকাশ দ্রুতগতিতে হতে থাকে এই ট্রাইমেসটার চলাকালীন। হাড় মজবুত হতে থাকে ও চেহারার আদল ধরে নেয়।
  • মাথার খুলিরও ক্রমাগত বিকাশ ঘটে।

 

#4. ১৬তম সপ্তাহ; চোখের নড়াচড়া (Week 16: Baby’s Eyes Move):

  • বাচ্চার দৈর্ঘ্য হয় প্রায় ১২০ মিলিমিটার আর ওজন প্রায় ১১০ গ্রাম।
  • বাচ্চার মাথা সোজা হয়ে থাকে।
  • চোখের অল্পস্বল্প নাড়াচাড়া শুরু হয়।
  • কানের লতি বন্ধ অবস্থায় থাকে।
  • বাচ্চা হাল্কা নড়াচড়া করতে শুরু করে কিন্তু সেটা মা অনুভব করতে পারেন না। আলট্রাসাউনড পরীক্ষাতেই বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া ধরা পড়ে।

 

#5. ১৭তম সপ্তাহ; কচি কচি পায়ের নখ (Week 17: Baby’s Toenails Develop):

  • ছানার ছটফটানি বেড়ে যায়। অ্যাম্নিওটিক তরলের মধ্যেই সে ওলট-পালট খেতে থাকে।
  • পায়ের আঙুলের নখ গজাতে শুরু করে।
  • প্রত্যেকদিন বাচ্চার হৃদযন্ত্র প্রায় ১০০ পিনট-এর ওপর রক্ত পাম্প করতে পারে (2nd Trimester Pregnancy Week by Week)।

 

#6. ১৮তম সপ্তাহ; কান পেতে রই! (Week 18: Baby Begins to Hear):

  • বাচ্চার দৈর্ঘ্য এখন প্রায় ১৪০ মিলিমিটার এবং ওজন প্রায় ২০০ গ্রামের কাছাকাছি।
  • কানের লতি খুলতে শুরু করে।
  • তৈরি হতে থাকে শ্রবণশক্তি।
  • চোখ সামনের দিকে খুলতে শুরু করে।
  • ছানার পাচনতন্ত্র কাজ করতে শুরু করে দেয়।

 

আরও পড়ুন: গর্ভকালীন দিনগুলোয় আপনার গোপনাঙ্গের যত্ন নেওয়ার গোপন কথা

 

#7. ১৯তম সপ্তাহ; আবরণে যত্নে রাখে ঢাকি! (Week 19: Baby Develops Protective Coating):

  • কন্যাসন্তানের ক্ষেত্রে জরায়ু, যোনিপথ তৈরি হতে শুরু করে।
  • এই সময়ে ভারনিক্স ক্যাসিওসা (vernix caseosa) নামের একটি চ্যাটচেটে, সাদাটে আবরণ শিশুর ত্বকের ওপর তৈরি হয়।
  • শিশুর নরম ত্বক যাতে যে কোনও রকম ঘর্ষণের হাত থেকে রক্ষা পায়, তার জন্যই এই ব্যবস্থা।

 

#8. ২০তম সপ্তাহ; পাতলা ঘুম (Week 20: The Halfway Point):

  • বাচ্চার দৈর্ঘ্য এখন প্রায় ১৬০ মিলিমিটার আর ওজন ৩২০ গ্রামের কাছাকাছি।
  • বাচ্চা কিন্তু এখন জেগে থাকতে এবং ঘুমতে শিখে গেছে।
  • বাইরের আওয়াজে বা মায়ের নড়াচড়ায় কিন্তু পেটের মধ্যেও ওর ঘুম ভেঙে যেতে পারে।
  • নড়াচড়ার মাধ্যমে এখন থেকেই তার উপস্থিতি সে জানাতে শুরু করবে তার মাকে (Second Trimester)।

 

#9. ২১ তম সপ্তাহ; আঙুলই যখন চুষিকাঠি (Week 21: Baby Can Suck His or Her Thumb):

  • আঙুল মুখে দিয়ে চুষতে শিখে যাবে ছানা।
  • বাচ্চার পুরো ত্বকের ওপর একটা নরম লোমের একটা আবরণ তৈরি হয়ে যায়। একে লানুগো(lanugo) বলে।
  • এই লানুগো ভারনিক্স ক্যাসিওসাকে ত্বকের ওপর থাকতে সাহায্য করে।

 

#10. ২২ তম সপ্তাহ; কেশকথন (Week 22: Baby’s Hair Becomes Visible):

  • শিশু এখন দৈর্ঘ্যে প্রায় ১৯০ মিলিমিটার এবং ওজন প্রায় ৪৬০ গ্রাম।
  • বাচ্চার ভ্রূ এবং চুল গজিয়ে যায়।
  • বাচ্চার শরীরে ব্রাউন ফ্যাট তৈরি হওয়া শুরু হয়। এই ব্রাউন ফ্যাটই বাচ্চার শরীরকে গরম রাখে।
  • পুত্রসন্তানের ক্ষেত্রে এই সময় অণ্ডকোষ নীচে নেমে আসে।

 

#11. ২৩তম সপ্তাহ; হাতের রেখায় ভাগ্য গণনা! (Week 23: Fingerprints and Footprints Form):

  • বাচ্চা চোখের নাড়াচাড়া দ্রুত হবে।
  • হাতের তালুতে, পায়ের তলায় রেখা তৈরি হতে শুরু করে।
  • পেটের ভিতরেও হেঁচকি তুলতে পারে বাচ্চা এই সময় থেকেই।

 

#12. ২৪তম সপ্তাহ; ত্বকে গোলাপি আভা (Week 24: Baby’s Skin is Wrinkled):

  • বাচ্চার দৈর্ঘ্য প্রায় ২১০ মিলিমিটার এবং ওজন প্রায় ৬৩০ গ্রাম হয়ে যায়।
  • ক্যাপিলারিতে রক্ত চলাচল স্পষ্ট হয়ে ওঠায় বাচ্চার ত্বক গোলাপি ও স্বচ্ছ প্রকৃতির হয়ে যায়।

 

#13. ২৫তম সপ্তাহ; উদাসীন থেকো না, সাড়া দাও! (Week 25: Baby Responds to Your Voice):

  • খুদে কিন্তু মায়ের গলা চিনে যাবে এবার। মায়ের গলা বা পরিচিত কোনও আওয়াজে পেটের ভিতর নাড়াচাড়া করে জানান দেবে তার উপস্থিতি।
  • বাচ্চা ঘুমের সময় বেশিরভাগটাই কাটাবে র‍্যাপিড আই মুভমেনটের মধ্যে। অর্থাৎ, চোখের পাতা বন্ধ থাকলেও চোখের মণি দ্রুতগতিতে ঘোরাফেরা করবে (Fetal Development Month by Month)।

 

#14. ২৬তম সপ্তাহ; স্নায়ুতন্ত্র উঠুক জেগে (Week 26: Baby’s Lungs Develop):

  • বাচ্চার দৈর্ঘ্য এখন প্রায় ২৩০ মিলিমিটার হবে আর ওজন ৮২০ গ্রামের কাছাকাছি।
  • বাচ্চার শ্বসনক্রিয়া গঠন করতে ফুসফুস তার গঠনে প্রয়োজনীয় পরিবর্তন আনে।

 

#15. ২৭তম সপ্তাহ; শেষ থেকে শুরু (Week 27: 2nd trimester Ends):

হবু মায়েরা, নিজেদের যত্ন নাও, সঠিক ডায়েট মেনে চল, পর্যাপ্ত বিশ্রাম নাও আর খুব আনন্দে থাকো।

 

আরও পড়ুন: দ্বিতীয় ট্রাইমেসটার কাটবে কেমন? হবু মায়ের জন্য থাকল আশা-প্রত্যাশার চেকলিস্ট!

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।fetal

null

null