সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

মানুন বা না মানুন, আপনার সন্তান বিশেষ করে সে যদি কন্যা হয় বাবা-মায়ের সবচেয়ে চিন্তা থাকে তার সুরক্ষা নিয়ে! সুরক্ষার চেয়েও বলা ভালো যৌন হেনস্থার হাত থেকে তার নিরাপত্তা নিয়ে! কথাটা খুব কড়া শোনালেও বাস্তব এটাই। অপরিচিত তো বটেই, ঘরেও পুরোপুরি সুরক্ষিত নয় আপনার সন্তান! শিশু নিগ্রহের ঘটনা বাড়ছে লাফিয়ে! খবরের শিরোনাম দেখে শিউরে উঠে চোখটা আমরা ফিরিয়ে নিতেই পারি, কিন্তু সেটা যদি নিজের সাথে হয় তখন?
তাই বলি, ছোট থেকেই নিজের সুরক্ষায় সচেতন করুন আপনার সন্তানকে, সতর্ক থাকুন আপনিও!

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#1. সক্কলের কোলে নয় (Dont allow your child to sit on stranger’s lap):
কোলে নিয়ে বাচ্চাকে আদর করার ভিতর খারাপ কিচ্ছু নেই। তা-ও বলছি, অজানা-অপরিচিত কারও কোলে হুট করে বসতে দেবেন না বাচ্চাকে। বিপদ কখন, কার থেকে আসে জানা নেই! সতর্ক থাকাই শ্রেয়।

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#2. বউ-বর এসব ডাকে উৎসাহ নয় (Don’t let your child be with any stranger alone):
অনেকেই আদর করে আপনার বাচ্চাকে ‘আমার বউ’, ‘আমার বর’ বলে ডাকতে চাইবে। এসব ডাকে এক্কেবারে উৎসাহ দেবেন না আপনি। এই ডাকগুলো যে আপনার মোটেই পছন্দ হচ্ছে না, ঠারেঠোরে বুঝিয়ে দিন!

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#3. বাচ্চার মতকে গুরুত্ব দিন (Believe and support the child):
স্বাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারও সাথে বাচ্চাকে মিশতে জোরাজুরি করবেন না। পাশাপাশি এটাও লক্ষ্য় রাখুন, আপনার সন্তান বিশেষ কোনও প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠছে কি না। মা হিসেবে চোখ খোলা রাখুন সর্বদা।

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#4. গোপনাঙ্গ পরিষ্কার করুক নিজেই (Let your child clean his/her private parts on their own):
বাচ্চা তিন বছরের হয়ে গেলে গোপনাঙ্গ নিজেই পরিষ্কার করতে শিখিয়ে দিন ওকে। সতর্ক করে দিন, শরীরে এসব অংশে অন্য কেউ যেন হাত না দেয়। মনে রাখবেন, এই অন্যর মধ্যে আপনি নিজেও পড়ছেন।

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#5. আচার-আচরণ খেয়াল রাখুন (Observe behavioural and bodily changes):
দারুণ হাসিখুশি, প্রাণোচ্ছল কোনও বাচ্চা হঠাৎ নিস্তেজ, মনমরা হয়ে গেলে চিন্তার কারণ আছে বই কি। বাচ্চা হলেও ওর সংকোচবোধ আছে ভালোই। মা হয়ে আপনাকেই এগিয়ে এসে ওর মনের কথা বুঝতে হবে!

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#6. বাচ্চার সামনে জামা বদল নয় (Don’t change clothes in front of kids ):
সন্তান বছর দুয়েকের হয়ে গেলেই ওর সামনে জামা-কাপড় বদলে নেওয়ার অভ্যাস আপনার ছাড়া উচিত। এমনকী মোটামুটি বোঝদার হয়ে গেলে ওর শোওয়ার ঘরটিও আলাদা করুন, একলা শোওয়ান ওকে।

সন্তানের সুরক্ষায় সতর্ক হোন আজই!

#7. বই-সিনেমায় সতর্কতা (Keep your child away from adult cinemas and books):
যে সব বই-সিনেমায় শিশুর মনের সৌন্দর্য নষ্ট হতে পারে, বাড়ি থেকে সেগুলো পত্রপাঠ বিদায় করুন। বেড়ে ওঠার দিনগুলোয় অতিরিক্ত কৌতূহলই ওর বিপদের কারণ হতে পারে! আজই তাই ঘর সাফ করে নিন।