শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

সাত মাস হতেই গুচ্ছের মাইলস্টোনের মুখোমুখি হয় আপনার শিশু। সোজা হয়ে বসা থেকে, দাঁত ওঠা- আরও কত কী! এই সময়টায় শিশুর জন্য যথাযথ পুষ্টির বন্দবস্ত করা খুবই জরুরি। বুকের দুধ, ফরমুলা দুধ তো বটেই, পাশাপাশি সলিড খাবার থেকেও পুষ্টিগ্রহণ শুরু করে ওর শরীর। ৭-৮ মাস বয়সে শিশুর খাবার তালিকায় কী কী রাখতে পারেন, তারই একটা ফিরিস্তি ছকে দিলাম আমরা!

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#1.আপেল-বার্লির জাউ (পরিজ) (Apple-Burly Porridge)
উপকরণ (Ingredients):

  • ১/২ কাপ বার্লি
  • ১টা আপেল
প্রক্রিয়া (Method):
  • কুকারে জল দিয়ে বার্লি সেদ্ধ করে নিন।
  • আপেল আর জল দিয়ে ৫-৮ মিনিট রান্না করুন।
  • ব্লেন্ডারে মিশিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#2. বীট-খেজুরের হালুয়া (Beetroot-Dates Halua)
উপকরণ (Ingredients):

  • ১টা বীট
  • ১০-১২টা খেজুর
  • ২ চামচ ঘী
প্রক্রিয়া (Method):
  • বীট ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। খেজুরের দানা বের করে নিন।
  • বীট-খেজুর সেদ্ধ করে ব্লেন্ডারে মিশ্রণ তৈরি করুন।
  • প্যানে ঘী গরম করে মিশ্রণটি ভালো করে রান্না করুন।
  • থকথকে হলে নামিয়ে বাচ্চাকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#3.দুধ-ওটস পরিজ (Milk-Oats Pudding)
উপকরণ (Ingredients):

  • গ্লুটেন ছাড়া ওটস ¼ কাপ
  • ফরমুলা দুধ
প্রক্রিয়া (Method):
  • ভালো করে ঝেড়ে ওটস সেদ্ধ করে নিন জলে।
  • হয়ে গেলে ফরমুলা দুধ মিশিয়ে নিন।
  • ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#4. মুগ ডালের খিচুড়ি (Milk-Oats Pudding)
উপকরণ (Ingredients):

  • আধ কাপ মুগ ডাল
  • ১ চা-চামচ হলুদ গুঁড়ো
  • ১/৪ চা-চামচ গোটা জিরে
  • ১ চা-চামচ ঘী
প্রক্রিয়া (Method):
  • চাল-ডাল ধুয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
  • হলুদ গুঁড়ো, গোটা জিরে মেলান।
  • প্রেসার কুকারে রেঁধে নিন।
  • ব্লেন্ডারে চটকে বাচ্চাকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#5. চাল-আপেলের জাউ (পরিজ) (Rice-Apple Porridge)
উপকরণ (Ingredients):

  • ১/২ কাপ চাল
  • ১টা আপেল
প্রক্রিয়া (Method):
  • কুকারে ১ কাপ জল দিয়ে চাল সেদ্ধ করে নিন।
  • আপেল আর জল মিশিয়ে ৫-৮ মিনিট রান্না করুন।
  • ব্লেন্ডারে মিশিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#6. চাল-কলার জাউ (পরিজ) (Rice-Banana Porridge)
উপকরণ (Ingredients):

  • ১ কাপ চাল / চিড়ে
  • ১ কাপ কলা
  • ১ কাপ ফরমুলা দুধ
প্রক্রিয়া (Method):
  • চিড়ে / চাল সসপ্যানে ভালো করে সেদ্ধ করে নিন।
  • কলা মিলিয়ে ২-৩ মিনিট ভালো করে নাড়ুন।
  • নামিয়ে ফরমুলা দুধ মিশিয়ে বেবিকে খাওয়ান।

শিশুর জন্য় সহজ রেসিপি, ৭-৮ মাস!

#7.সাবুর পায়েস (Sago Porridge)
উপকরণ (Ingredients):

  • ১/৪ কাপ সাবু
  • ২৫০ মিলি দুধ
  • ১/৪ চামচ এলাচ গুঁড়ো
  • ১ চামচ ঘী
প্রক্রিয়া (Method):
  • জলে ভিজিয়ে সাবু নরম করে নিন।
  • এবার দুধ মিশিয়ে ঘন হওয়া অবধি রাঁধুন।
  • এলাচ গুঁড়ো মিশিয়ে কম আঁচে নাড়ুন।
  • ঘী ও গুঁড়ো বাদাম দিয়ে বাচ্চাকে খাওয়ান।