নমিতার একমাত্র সন্তান জিতুর বয়স সবে একবছর। জিতু প্রায়ই ডায়ারিয়ার সমস্যায় ভোগে। কীভাবে ওকে সারিয়ে তোলা সম্ভব সে ব্যাপারে পরামর্শ নিতেই নমিতা চিকিৎসকের কাছে এসেছে। সমস্তটা শুনে চিকিৎসক ওর খাবারের তালিকায় পরিবর্তন আনার পরামর্শ দিলেন। সেই কথাসূত্রেই এসে পড়লো প্রোবায়োটিকস্-এর কথা। (Probiotics For Babies; When to Introduce, How Do They Work)
শব্দটা শুনেই নমিতার ভুরু কুঁচকে গেল। সে এই নামটা আগে কখনও শোনেনি। নমিতার মুখ দেখে চিকিৎসক তা ধরতে পারলেন। তিনিই বুঝিয়ে বললেন প্রোবায়োটিকস্ কী জিনিস, কেন এটা খুদের জন্য প্রয়োজনীয়।
চিকিৎসাশাস্ত্রে প্রোবায়োটিকস্-কে বলা হয় বন্ধু ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া। এরাই আমাদের শরীরকে নানা রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। শরীর বলতে বিশেষত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক বা খাদ্যনালী। খাদ্যনালীতে থাকে বহুসংখ্যক প্রোবায়োটিকস্। এদের উপস্থিতির কারণে আমাদের পেটে সহজে কোনও রোগ হয় না।
প্রোবায়োটিকস্ শরীরের জন্য ভালো হলেও শিশুর ছোট্ট শরীর সবরকম প্রোবায়োটিকস্-এর সঙ্গে মানিয়ে নিতে পারে না। একারণেই চিকিৎসকরা বেবি প্রোবায়োটিকস্-এর কথা বলেন। বেবি প্রোবায়োটিকস্ আসলে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া, যাদের উপস্থিতি শিশুর শরীর সহজে মানিয়ে নিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর অবশ্যই প্রোবায়োটিকস্ প্রয়োজন। মায়ের গর্ভে থাকার সময়েই শিশুরা ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত হয়। ভ্রুণের চারপাশে থাকে যে অ্যামনিওটিক তরল থাকে, তাতেই অজস্র ব্যাকটেরিয়া থাকে। তবে এতে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে।
খুদে যতদিন স্তন্যপান করছে, ততদিন তার প্রোবায়োটিকস্-এর প্রয়োজন হয় না। মায়ের বুকের দুধ সোনামণির খাদ্যনালী সহজেই হজম করতে পারে। বরং শক্ত খাবার খাওয়ার শুরুর সঙ্গে সঙ্গেই প্রোবায়োটিকস্-এর প্রয়োজনীয়তা বাড়ে। শক্ত খাবার খাদ্যনালীর পক্ষে হজম করা অপেক্ষাকৃত কঠিন। তা ছাড়া শক্ত খাবারের তালিকায় থাকে নানারকম সবজি, ফল ইত্যাদি। এগুলোর থেকে পুষ্টি সংগ্রহ করতে ছোট্ট খাদ্যতন্ত্রের প্রয়োজন প্রোবায়োটিকস্। মোটামুটি একবছরের মাথায় সব শিশুরাই শক্ত খাবার খেতে শুরু করে। তাই এই সময় থেকেই খুদেদের প্রোবায়োটিকস্ দেওয়া উচিত।
ছোট্ট সোনাকে যে কোনও নতুন কিছু খাওয়ানো রীতিমতো একটি চ্যালেঞ্জের বিষয়। নমিতার মনে এই প্রশ্নটা কিছুক্ষণ ধরেই উঁকি মারছিল। চিকিৎসক এবারে সেই প্রসঙ্গেই এলেন।
#1. স্তন্যদুগ্ধ: ছোট্ট সোনার শরীরে প্রথম প্রোবায়োটিকস্ আসে মায়ের দুধ থেকেই। বিশেষজ্ঞদের মতে, মায়ের দুধই একবছরের কমবয়সি শিশুদের শরীরে প্রোবায়োটিকস্ ও ইমিউনোগ্লোব্যুলিন সরবরসাহ করে। মায়ের দুধ থেকে পাওয়া প্রোবায়োটিকস্-এর কারণে খুদের খাদ্যাতন্ত্রে সহজে কোনও রোগ হয় না। বরং খাবারও সহজে হজম হয়ে যায়।
#2. ইয়োগার্ট: ছোট্ট সোনার মুখে শক্ত খাবার হিসেবে ইয়োগার্ট পড়লে তার হাসি দেখার মতো হয়। ইয়োগার্ট অনেক শিশুরই প্রিয় খাবার। পাশপাশি বিশেষজ্ঞদের মতে, এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস্। দুধ থেকে সন্ধান প্রক্রিয়ায় (Fermentation) তৈরি এই খাদ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়ামের মতো গুরুত্বপূর্ণ প্রোবায়োটিকস্।
#3. কেফির: ছোট্ট সোনার উপযোগী খাবার হিসেবে বিশেষজ্ঞরা কেফিরের কথা বলে থাকেন। দুধ থেকে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এটি তৈরি করা হয়। প্রোবায়োটিকস্ সমৃদ্ধ এই খাবার অন্যান্য খাবার থেকে শরীরকে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে।
আরও পড়ুন: বাচ্চার ওজন বাড়াতে সহায়ক ঘী মেলানো ৫টি রেসিপি। ট্রাই করুন আজই!
#4. মিসো: সোয়াবিন তিন-চার বছর বয়সের অনেক খুদেরই প্রিয় খাবার। সোয়াবিন থেকেই সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয় মিসো। এর সন্ধান প্রক্রিয়া ভালো ব্যাকটেরিয়ার কালচারের মাধ্যমে হয়। তাই মিসোও আগের দু’টির মতো প্রোবায়োটিকস্-এ ভরপুর।
#5. সউক্রট: সরু সরু করে কাটা বাঁধাকপিকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দ্বারা সন্ধান করে (Fermentation) তৈরি হয় সউক্রট। সউক্রটে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস্ ছাড়াও থাকে ভিটামিন সি, বি ও কে।
#6. প্রোবায়োটিকস্ সাপ্লিমেন্ট: উপরের কিছু পরিচিত খাবার থেকে যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিকস্ পাওয়া যায়। তবে অনেক চিকিৎসক বেশকিছু প্রোবায়োটিকস্ সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেগুলিও খাদ্যতন্ত্রে খাবার হজম করতে সাহায্য করে। পাশাপাশি বাইরে থেকে আসা জীবাণুকে রোগ ছড়াতে বাধা দেয়। তবে আপনার খুদের জন্য এমন সাপ্লিমেন্ট কেনার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
খুদের ছোট্ট শরীরে প্রোবায়োটিকস্ কী কী কাজ করে? তা জেনে নিলেই প্রোবায়োটিকস্-এর উপকারিতাগুলো বোঝা যায়। নমিতাকে চিকিৎসক সেগুলোও বললেন।
চিকিৎসকের কথামতো নমিতা জিতুকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়ানো শুরু করে। প্রথম দু’একদিন খাওয়ার পর ওর পেটে ব্যথা হত। কিন্তু কিছুদিন পর থেকে পেটে ব্যথা গায়েব। শুধু তাই নয়, এরপর থেকে খাওয়াদাওয়ার ফলে ডায়ারিয়া বা কোষ্ঠকাঠিন্য কোনওটাই তেমন হত না। জিতু সুস্থ হয়ে ওঠায় নমিতার মুখেও হাসি ফুটলো। (Probiotics For Babies; When to Introduce, How Do They Work)
আরও পড়ুন: অপুষ্টিই ঘটাতে পারে শিশু-মৃত্যু! সচেতন হোন আজই!
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null