প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

এক বছর, দুই বছর, দেখতে দেখতে বাচ্চার প্রি-স্কুল যাওয়ার দিনটাও চলে এলো। ভাবছেন, কীভাবে একরত্তি সামাল দেবে সবটা? মা-বাবার গণ্ডি ছাড়িয়ে কীভাবে মানিয়ে নেবে বাইরের জগতে? চিন্তার আসলে কিছুই নেই। প্রি-স্কুল এমনই একটা জায়গা, মায়ের মতোই যত্নে যেখানে আগলে রাখা হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের। আগামীর জন্য প্রস্তুত করে দেওয়া হয় তাদের। তবে প্রস্তুতি নিতে হবে আপনাকেও। প্রি-স্কুলে যাওয়ার আগে কী কী কিনতেই হবে বাচ্চার জন্য, তারই চেকলিস্ট ছকে দিলাম এখানে।

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

#1. ব্যাকপ্যাক (Backpack)
স্কুলে পা রাখার প্রথম শর্তই হল পিঠের একটা ইয়াব্বড় ব্যাগ! বাচ্চার খাতা-পেনসিল, জলের বোতল-টিফিন সবই সিঁধিয়ে যাবে এতে। ব্যাগে দেওয়া খাতাতেই স্কুলের নোটিস বা কোনও হোম টাস্কও লিখে দিতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

#2. জলের বোতল (Spill-proof water bottle)
সিপ-ওয়ালা বোতল হোক কিংবা সাদামাটা এমনি মজার বোতল; জলের বোতলটা লাগবেই লাগবে আপনার বাচ্চার। এমনই কোনও বোতল কিনুন, যেটা ব্যবহারে সহজ। জলের সাথে দুধ বা ফলের রসও ভরে দিতে পারেন এতে।

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

#3. টিফিন বাক্স (Lunch box)
বোতলের সাথে কিনে ফেলুন বাহারি টিফিন বাক্সও। পেট ভরানো টিফিন তারই সাথে টুকটাক কিছু খাবারও ভরে দিন তাতে। এ ক্ষেত্রেও ব্যবহারের দিকটা খেয়াল রাখুন। বাচ্চা যাতে সহজেই সেটা খোলা-বন্ধ করতে পারে!

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

#4. বাড়তি জামা, মোজা (Extra set of clothes and socks)
ছোট্ট, কুচি বাচ্চা তো, খেতে গিয়ে বা খেলতে গিয়ে জামা-মোজা নোংরা করে ফেলতেই পারে। তাই বাড়তি এক সেট জামা ওর ব্যাগে হামেশা রেখে দিন। সাথে দিতে হবে এক সেট আন্ডারওয়্যারও। যদি পটি-হিসু করে ফেলে!

প্রি-স্কুলে বাচ্চার প্রথম দিন? গুছিয়ে দিন এগুলো!

#5. দরকারের ওষুধপত্তর (Any necessary medication)
হয়তো আপনার বাচ্চা রোজ নির্দিষ্ট কোনও ওষুধ খায়। ওর পক্ষে সেটা মনে রাখা সম্ভব নয়, তাই সচেতন থাকতে হবে আপনাকেই। স্কুল-কর্তৃপক্ষকে আগেভাগেই তাই জানিয়ে দিন সেই ওষুধের কথা আর তা খাওয়ানোর সময়ও।