শাশ্বত আর মন্দিরা যাই করুক না কেন, অনেক ভেবেচিন্তে, অনেক পরিকল্পনা করেই তা করে। সেই হিসেবে ওরা পরিচিত অনেক ‘কাপল’-দের চোখেই বেশ আদর্শ দম্পতি। দু’জনেই কর্পোরেট সংস্থার উপরতলার কর্মচারী এবং প্রতিষ্ঠিত। দু’জনেরই বয়স ৩৫ ছুঁই ছুই। এবার তা হলে সন্তানের জন্য এগোন যাক? পরিকল্পনামাফিক সেটাও করে ফেলেছে ওরা। কিন্তু এত পরিকল্পনা করে যারা সব কিছু করে, তাদেরও কখনও কখনও ভুল হয়ে যায়। সেটাই টের পেল শাশ্বত আর মন্দিরা। মন্দিরার প্রেগন্যান্সি (Pregnancy) বা গর্ভধারণের শেষ তিন মাসের মধ্যে যে এমন গরম পড়তে পারে, তা ওরা ভেবেও দেখেনি। তবে কি না, ভেবে না দেখার কোনও কারণ ছিল না। কারণ শিশুরাও জানে, মে মাসে দেশের বেশির ভাগ অংশ জুড়েই দাবদাহ চলতে থাকে। তাই যারা কি না এত ভেবে সব কিছু করে, তাদের থেকে এটা একেবারেই আশা করা যায় না। (Pregnancy tips for summers in Bengali, Gorome gorbhoboti meyeder bishesh jatno, Goromkale gorbhobotider jatno, Pregnancy tips for summers in Bangla.Pregnancy Tips for Summers in Bengali.)
যাই হোক, আপাতত এই সময়ের অঙ্কের ভুলের জন্য মন্দিরা এবং শাশ্বত পরস্পরের প্রতি গুছিয়ে দোষারোপ করেছে। তবে তাতে কোনও লাভ হচ্ছে না। তাই অবশেষে দ্বারস্থ সেই চিকিৎসকেরই। উনিই বাতলে দিলেন গরমে মন্দিরার মতো যাঁরা, তাঁরা কী করে নিজের এবং হবু সন্তানের খেয়াল রাখবেন। যা এই গ্রীষ্মে যে কোনও অন্তঃসত্ত্বার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রীষ্মে হবু মায়েদের যা যা সমস্যা হতে পারে, তার পিছনে রয়েছে প্রধানত এই দু’টি কারণই। কিন্তু আপনি যদি অন্তঃসত্ত্বা হন, এছাড়াও এমন অনেকগুলো প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে, যার মুখোমুখি আপনাকে হতে হবে এই গ্রীষ্মকালে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো। (Unexpected things during summer pregnancy)
সমস্যার ধরনটা তো জানতে পারলেন। কিন্তু এর পাশাপাশি জেনে নেওয়া দরকার, গ্রীষ্মকালে আপনার হবু সন্তান এবং নিজের খেয়াল রাখবেন কীভাবে। রইল তার জন্য কয়েকটা খুব প্রাথমিক টিপস। এর বেশি পরামর্শ দেওয়ার জন্য তো চিকিৎসকরা রইলেন আপনার পাশে।
আরও পড়ুনঃগর্ভকালের প্রথম ৩ মাস এড়িয়ে চলুন এই ১০টি খাবার
#1. বাথটবে অনেকক্ষণ (Cool bathtub immersion): বাড়িতে বাথটাব থাকলে কিছুটা সময় বাথটাবে কাটাতে পারেন। তবে মনে রাখবেন, এই সময় ট্যাংকের জলও গরম হয়ে যায়। সেই জল বাথটাবে ভরবেন না। রাতে জল ভরে রাখুন। জল ঠান্ডা হয়ে গেলে সকালে তাতে কিছুটা সময় ডুবে থাকুন। সেই সময় হালকা করে গান চালিয়ে রাখতে পারেন। তাতে মন ভালো হবে।
#2. দুপুরে ঘুমান (Take an afternoon nap): দুপুরে ঘুমানোটা এই সময় খুব দরকারি। গরমে এমনিই শরীর ক্লান্ত হয়ে যায়। তার উপর শরীর থেকে জল বেরিয়ে গিয়ে আরও ক্লান্তি ডেকে আনে। এই সময় একটু বেশি বিশ্রাম নিলে শরীর ভালো থাকে। বিশেষ করে দিনের যে সময়টা গরম সবচেয়ে বেশি, সেই দুপুরের দিকটা একটু ঘুমিয়ে নিন। ঘুম থেকে উঠে ফলের রস খান। তারপর ঘরের তাপমাত্রার জলে স্নান করে নিন।
#3. বেশি জল খান (Stay hydrated): গর্ভাবস্থায় সব সময় লক্ষ্য রাখতে হয়, যেন শরীর শুকিয়ে না যায়। সেখানে গ্রীষ্মে তো এই খেয়াল আরও বেশি করে রাখতে হবে। চিকিৎসকরা বলেন, দিনের মাথায় অন্তত চার লিটার জল এই সময় পান করতেই হবে। প্রয়োজনে সেটা আরও বাড়াতেও হতে পারে। জলের মাধ্যমেই আপনার শরীরের মধ্যে বড় হয়ে ওঠা খুকি বা খোকার শরীরের পুষ্টি যায়। তাই শরীরে জল কমে যাওয়াটা খুব খারাপ।
#4. পা উঁচুতে রাখুন (Keep feet elevated): গ্রীষ্মে শরীরে ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় বলে, পায়ের পাতা এবং গোড়ালির কাছটা প্রচণ্ড ভারী হয়ে যায়, এ কথা আগেই বলা হয়েছে। তাই এই সময় সোফায় বা বিছানায় শুয়ে পা দুটো একটু উপরের দিকে তুলে রাখতে পারেন। আরও ভালো হয়, যদি এই সময় পায়ের পাতার উপর ভিজে বা ঠান্ডা তোয়ালে চাপিয়ে রাখেন।
#5. কুল র্যাপ ব্যবহার করুন (Use cool wrap): হবু মায়েদের জন্য এক ধরনের র্যাপ পাওয়া যায়। এর মধ্যে থাকা বিশেষ ধরনের জেল শরীরকে ঠান্ডা রাখে। তবে এই র্যাপ ব্যবহার করার আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়াই ভালো।
#6. মাসাজ করান (Get a massage): প্রি-ন্যাটাল মাসাজ হবু মায়াদের জন্য খুব ভালো। তবে একেবারেই পেশাদার এবং অভিজ্ঞ কারও থেকে এইধরনের মাসাজ নেওয়া উচিত। এই মাসাজ শরীরে রক্তসঞ্চালন বাড়ায়। তাতে ক্লান্তি দূর হয়।
#7. এয়ার কন্ডিশনারের কাছে (Stay near to air conditioner): বাড়িতে এসি থাকলে চরম গ্রীষ্মের সময়টায় তার কাছাকাছি থাকুন। তবে হঠাৎ করে গরমে গেলেন, হঠাৎ করে ঠান্ডায় চলে এলেন— এমন করবেন না। তাতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। আস্তে আস্তে এসি-তে ঠান্ডার মাপটা বাড়ান। এবং যতটা বেশি সময় পারুন, সেই ঠান্ডায় থাকুন।
#8. সাঁতার কাটুন (Take swim exercise): সাঁতার হবু মায়েদের জন্য খুব ভালো। কিন্তু এই ধরনের এক্সারসাইজের আগে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকারি।
গরমটা সত্যিই হবু মায়েদের জন্য খুব কষ্টের। এমনকী লাগাম ছাড়া গরমে ক্ষতি হতে পারে আপনার খোকা বা খুকিরও। তা সে যতই আপনার শরীরের মধ্যে থাকুক না কেন। কিন্তু যে ক’টা সহজ পদ্ধতি বলা হল, সেগুলো মাথায় রাখলে, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন সহজেই। আর অভিজ্ঞ ডাক্তার-রা তো রইলেনই আপনার পাশে।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় সহবাসের বিষয়ে যা কেউ আপনাকে বলেনি!
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null