গর্ভধারণের খবরটা পেলেন সবে? নানা কুসংস্কার, গুজব এবার উড়ে আসবে নানা দিক থেকে। সন্তান ও নিজের সুস্থতায় সতর্ক হোন আজই। দেখে নিন কোনটা রটনা, কোনটা সত্যি!…
গা ঝিমঝিম, ক্লান্তি ভাব, হাত-পায়ে প্রচণ্ড ব্যথা, আর সারা শরীরে আজব একটা স্পর্শকাতর অনুভূতি!
কী এমন হলো, যে রাতারাতি এই সব হচ্ছে আপনার? শরীর-টরীর খারাপ হলো না তো!
আরে না, না! শরীর কেন খারাপ হবে। এ যে ‘তার’ আসার মিষ্টি আভাস! মা হতে চলেছেন আপনি।
খবরটার অপেক্ষায় হয়তো দিন রাত এক করেছেন এদ্দিন, কিন্তু শুধু একটু সচেতনতার অভাবে টেরই পাননি সেটা। যাক, দেরি হলেও মালুম যখন হয়েই গেছে, তবে এবার শুরু সচেতনতা, সতর্কতা আর নিজের খেয়াল রাখার পালা। যেহেতু গর্ভস্থ সন্তানের এক্কেবারে শুরুর সময়, তাই মাকে থাকতে হবে অনেক বেশি তটস্থ। কিন্তু বললেই তো আর সতর্ক হওয়া যায় না! কারণ অনেক ক্ষেত্রেই মায়েরা বুঝতেই পারেন না যে কী হচ্ছে বা কী হতে পারে। অনেকেরই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণাই থাকে না, জানা থাকে না কী করলে সন্তানের ভালো বা খারাপ হতে পারে।
আপনারই সুবিধায় এখানে তাই সাজিয়ে দিলাম গর্ভকালের নানান গুজব আর সত্যি লিস্টি। চোখ মেলে একবাট্টি দেখে নিলেই হলো!