গর্ভস্থ শিশুর উপর পরোক্ষ ধূমপানের প্রভাব
গর্ভধারণের পরিকল্পনা যেদিন করেছেন, সেদিন থেকেই হয়তো ধূমপান ছেড়ে দিয়েছেন আপনি। কিংবা হয়তো কোনওদিন নিকোটিনের ধারেকাছেও যাননি। মা হয়ে তো আপনি আপনার কর্তব্য়টা করলেন, কিন্তু আপনার সঙ্গী? তিনিও যথেষ্ট সচেতন তো? নাকি এখনও আপনাদের শোওয়ার ঘরেই দিব্য ধূমপান করে চলেছেন তিনি! আপনার ও আপনাদের ভাবী সন্তানের বিলকুল পরোয়া না করে দেদার সুখ টান দিচ্ছেন!
যদি এমনটাই হয়, তা হলে কিন্তু অজান্তেই ভয়ানক বিপদ ডেকে আনছেন, আপনি ও আপনারা! আপনার সঙ্গীটি হয়তো ভাবছেন, তিনি ধূমপান করলে আর কীই বা হতে পারে! শিশু তো মায়ের গর্ভে, আচ্ছাদনে, নিরাপদে। ভুলটা হয় এখানেই। আমরা অনেকেই জানি না বা জানতেও চাই না পরোক্ষ ধূমপানের কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে গর্ভাবস্থায়। এনসিবিআই (ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন)-এর মতে পরোক্ষ ধূমপান গর্ভস্থ শিশুর ডিএনএ-এর ক্ষতি হয়ে যেতে পারে, যা থেকে পরবর্তীতে ওর ক্য়ানসার আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়! তা বাদে গর্ভস্থ অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে পারে ওর ফুসফুস, থমকে যেতে পারে স্বাভাবিক হৃদস্পন্দনও! ধূমপানের পরোক্ষ ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে ওর মস্তিষ্কের বিকাশ প্রক্রিয়াও!
শেষ নয় এখানেই। এর জন্যই অকালে গর্ভপাত পর্যন্ত হতে পারে আপনার। কিংবা শিশু হয়তো জন্ম নিলো নির্দিষ্ট সময়ের আগেই, অনেক কম ওজন নিয়ে। এক্ষেত্রে অনেকাংশেই জন্মগত কোনও খুঁত নিয়ে ভূমিষ্ঠ হওয়ার আশঙ্কা থাকে ওর। আশঙ্কা বেড়ে যায় নবজাতকের হঠাৎ মৃত্যুরও (Sudden infant death)!
না, আপনাকে আতঙ্কিত করার কোনও উদ্দেশ্য আমাদের নেই। এত কিছু একটা কারণেই বলা, যাতে খানিক সচেতনতা আসে আপনার ও আপনার সঙ্গীর ভিতর। আচ্ছা বলুন তো, এর পরেও কি আপনার সঙ্গীকে জোর গলায় বারণ করবেন না আপনি? বোঝাবেন না যে এই সুখটানই ইতি টানছে আপনাদের সন্তান-সুখে? আজকের ভিডিও রইলো আপনার সেই অবুঝ সঙ্গীরই জন্য। আশা করি, এবার হয়তো খানিক সচেতন হবেন হবু বাবা!