খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

সক্কাল সক্কাল জলখাবারের প্লেটে নতুন খাবার পেলে মন ভালো হতে বাধ্য আপনার দস্যি ছানার! প্যানকেক হলো তেমনই এক পদ! স্বাদে-গন্ধে এর সত্যি কোনও তুলনা হয় না। আপনার বাচ্চাটি তো মন-পেট ভরে খাবেই, দারুণ লাগবে আপনারও। আর সবচেয়ে মজার বিষয় হলো, এর উপকরণ সর্বদা থাকে আপনার হেঁশেলেই। আজই তাই রেসিপি ঝালিয়ে নিন, কালই বানিয়ে ফেলুন হরেক প্যানকেক!

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

#1. পাকা কলার প্যানকেক (Banana Pancake)

উপকরণ:

  • পাকা কলার পেস্ট – ১ কাপ ও ১/২ কাপ
  • ডিম – ৩টে
  • গুঁড়ো দুধ – ৩ চা-চামচ
  • ময়দা ২ টেবিল-চামচ
প্রণালী:
> সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
> এবার ফ্রাইপ্যানে মাখন ব্রাশ করে চামচ দিয়ে মিশ্রণ দিয়ে ছোট ছোট প্যানকেক ভেজে নিন।
> এভাবে সবগুলি তৈরি করে নিন।
> পছন্দমতো মধু, ক্রিম, চকোলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

#2. কেক নয় প্যানকেক (Common Pancake)

উপকরণ:

  • হোলমিল আটা-১ কাপ
  • বেকিং পাউডার হাফ চা-চামচ
  • চিনি ২ টেবিল-চামচ
  • ডিম ১ টি; দুধ ১ কাপ
  • বাটার/ অলিভ অয়েল
প্রণালী:
> সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
> এবার নন স্টিকপ্যান গরম করে নিয়ে অল্প তেল/বাটার ব্রাশ করুন। ডালের হাতার মাপে মিশ্রণ দিন।
> বাবল ওঠা শুরু হলে উল্টে দিন। ১ মিনিট পর নামিয়ে নিন।
> মধু বা বেবির পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

#3. ওটস প্যানকেক (Oats Pancake)

উপকরণ:

  • ওটস- ১ কাপ, কলা- ২টি
  • সুগার পাউডার- স্বাদমতো
  • দুধ- ১/২কাপ, এলাচগুঁড়ো
  • কিসমিস; মাখন- ৪ চা-চামচ
প্রণালী:
> ওটস গুঁড়ো করে নিন। কলা দুধ মিলিয়ে আলাদা ভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিন।
> বাটিতে এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে।
> প‍্যানে তেল দিয়ে হাতা করে মিশ্রণ দিন। একপিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে।
> দুই পিঠ ভালোকরে ভেজে নিতে হবে। চাইলে এতে ভ‍্যানিলা এসেন্স মেশাতে পারেন এতে।

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

#4. আলুর প্যানকেক (Potato Pancake)

উপকরণ:

  • সেদ্ধ, চটকানো আলু- ১.৫ কাপ
  • ডিম ২টো, দুধ- ১ কাপ, লবণ
  • বেকিং পাউডার- ১ চা-চামচ
  • ঘী/ মাখন- প্রয়োজনমতো
প্রণালী:
> বড় একটা বাটিতে সেদ্ধ আলু নিন। বেকিং পাউডার, ময়দা দিয়ে পুরোটা চটকে নিন।
> ডিম, দুধ মিলিয়ে এবার ফেটাতে থাকুন। মিহি মিশ্রণ তৈরি হলে তবেই রেডি হবে।
> প‍্যান হালকা আঁচে গরম করে মাখন ব্রাশ করে নিন। হাতায় করে মিশ্রণ দিয়ে এপাশ-ওপাশ ভেজে নিন।
> বাদামি রং ধরলেই আলুর প্যানকেক তৈরি!

খুদের জন্য স্বাস্থ্যকর প্যানকেক (১৮ মাস+)

#5. সবজির প্যানকেক (Vegetable Pancake)

উপকরণ:

  • আলু-পেঁয়াজ, গাজর-ফুলকপি- কুচনো
  • ময়দা- ৩ টেবিল-চামচ; খাবার সোডা
  • ডিম- ২টো; রসুন কুচি- অল্প
  • গোলমরিচগুঁড়ো, লবণ, মাখন
প্রণালী:
> সব সবজি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। এবার বড় পাত্রে সমস্ত উপকরণ মিলিয়ে নিন।
> ফ্রাইংপ্যানে তেল ব্রাশ করে নিন। গোল করে প্যাটির আকারে মিশ্রণ দিয়ে ভাজতে থাকুন।
> দু’পিঠ লালচে করে ৩-৪ মিনিট ধরে ভাজুন।
> সসের সাথে গরম গরম মজা নিন সবজির প্যানকেকের!