গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

বসন্তের আরাম গেল, ঘেমে নেয়ে প্যাচপ্যাচে গরমে ভোগার জন্য মনে মনে প্রস্তুতি নিন এবারে। আর এই প্যাচপ্যাচে গরমের সাথেই বাড়তি পাওনা প্যাচপ্যাচে স্কিন আর রোদের ট্যান। তাই এই সময় ত্বকের দরকার বাড়তি যত্ন যাতে গরমেও আপনার ত্বক থাকে তকতকে, সুন্দর আর উজ্জ্বল। আজ তাই রইল তৈলাক্ত ত্বকের অধিকারী মায়েদের জন্য গরম স্পেশাল কিছু টিপস, ঘরোয়া ভাবে ত্বকের যত্নে যেগুলো আপনাকে মানতেই হবে!

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#1. খাঁটি, বিশুদ্ধ মধু (Honey)
ত্বকের যে কোনও সমস্যা প্রতিকারেই মধুর তুলনা নেই। তেলতেলে ত্বক থেকে মুক্তি পেতে মুখে মধু লাগিয়ে নিন পাতলা করে। ১০ মিনিট রাখুন। কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র থাকবে অথচ কমবে তেলতেলে ভাব!

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#2. হোয়াইট ওটস (Oatmeal)
ওটসই আপনার মুখের ফোলাভাব কমাবে, শুষে নেবে বাড়তি তেল। যেভাবে প্রয়োগ করবেন;

  • আধ কাপ ওটস গরম জলে গুলে পেস্ট বানিয়ে নিন
  • ১ টেবিল চামচ মধু মেলান
  • এই মিশ্রণটাই মুখে মিনিট তিনেক মালিশ করুন
  • কুসুম গরম জলে ধুয়ে মুখ মুছে নিন

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#3. ডিমের সাদা অংশ ও লেবু (Egg whites and lemons)
তৈলাক্ত ত্বকের যত্নে এই পথ্য বহু পুরনো। ডিমের সাদা অংশ আর লেবু দিয়ে ফেস মাস্ক যেভাবে বানাবেন;

  • ১টি ডিমের সাদা অংশ আর ১ চা.চামচ লেবুর রস নিন
  • মুখে লাগিয়ে নিন, শুকনো হওয়া অবধি রাখুন
  • কুসুম গরম জলে মুখ ধুয়ে মুছে নিন

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#4. কাঠবাদাম বা আমন্ড (Almonds)
কাঠবাদাম শুধুই ত্বককে এক্সফোলিয়েট করবে না, অতিরিক্ত তেল শুষে নেবে, পরিচ্ছন্নও রাখবে আপনার মুখ। ব্যবহার করবেন যেভাবে;

  • ৩ টেবিল চামচ বাদামের গুঁড়ো বানিয়ে নিন
  • ২ টেবিল চামচ শুদ্ধ মধু মেলান ওতে
  • আলতো হাতে পুরো মুখে মাখিয়ে নিন
  • শুকনো হলে কুসুম গরম জলে ধুয়ে নিন

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#5. ঘৃতকুমারী বা অ্যালোভেরা (Aloe vera)
অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে রাতভর রেখে দিন। সকালে ধুয়ে নিন। যদি অ্যালোভেরা নিয়ে এলার্জির শঙ্কা থাকে তবে নিজের হাতে প্রয়োগ করুন প্রথমে। ২৪-৪৮ ঘণ্টার ভেতরে কোনও প্রতিক্রিয়া না হলে নিশ্চিন্তে ব্যবহার করুন।

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া যত্ন

#6. তাজা টমেটো (Tomatoes)
টমেটোতে থাকা অ্যাসিডই ত্বকের বাড়তি তেল শোষণ করে নেবে। টমেটোর মাস্ক বানাবেন যেভাবে;

  • ১ চা.চামচ চিনি ও ১টা টমেটোর রস মেলান
  • গোল গোল করে পুরো মুখে লাগিয়ে নিন
  • ৫ মিনিট মতো মাস্কটি রাখুন মুখে
  • কুসুম গরম জলে ধুয়ে মুছে নিন মুখ