“মাত্র কয়েকদিনেই আপনার ত্বক হয়ে উঠবে শিশুর মতো কোমল” বা “শিশুর মতো নরম, পেলব ত্বকের রহস্য এবার আপনার হাতের মুঠোয়”; কী বলুন তো এগুলো? ঠিক ধরেছেন, এগুলো বিজ্ঞাপনের চটকদার সংলাপ। টেলিভিশনে যে কোনও নামী কোম্পানির ক্রিম, স্ক্রাব বা বিউটি অয়েলের বিজ্ঞাপন চলাকালীন এই লাইনগুলো আসবেই আসবে। আর আপনি এবং আমি ভাবতে বসবো, ঠিক কোনটা কিনে ফেললে আবার আমার ত্বক শিশুর মতো সুন্দর আর নরম হয়ে যাবে। কি তাই তো? আমাদের ব্যবহার যোগ্য অধিকাংশ প্রসাধনীর বিজ্ঞাপনে সুন্দর ত্বকের মাপকাঠি “শিশুর মতো ত্বক”। এবং আমরা সব্বাই জানি, এই উপমায় কোনও রং মেশানো নেই। আমাদের ত্বকের স্বাস্থ্য শৈশবেই সবথেকে ভালো থাকে। কোনও কিছু মেখে, ঘষে তাকে বাড়তি সুন্দর করতে হয় না, প্রয়োজন শুধু একটু পরিচর্যার। জেনে নিন, কোন কোন প্রোডাক্ট সাথে রাখলেই শিশুর স্পর্শকাতর ত্বকের যত্ন সহজ হয়ে যাবে অনেকটাই!
#1. আর্দ্র রাখুন শিশুর ত্বক (Moisturize Your Baby’s Skin)
ভালো মানের ময়শ্চারাইজার নিয়মিত প্রয়োগেই শিশুর ত্বক থাকে কোমল-মসৃণ-তকতকে। এই ময়শ্চারাইজারই এলার্জি, র্যাশ, অস্বস্তি থেকে রক্ষা করে ওর স্পর্শকতার ত্বককে।
#2. বেছে নিন নরমসরম কাপড় (Choose Soft, Breathable Fabrics)
অস্বস্তি, এলার্জি সবচেয়ে বেশি ছড়ায় জামাকাপড়, বিছানার চাদর বা কম্বল থেকে। এসবের হাত থেকে বাচ্চাকে বাঁচাতে সুতির ওপরই ভরসা রাখুন। ওর কম্বলও হোক তুলতুলে!
#3. এড়িয়ে চলুন প্রখর রোদ (Protect Your Baby’s Skin From The Sun)
প্রচণ্ড রোদেই জ্বালাভাব, অস্বস্তি বাড়তে পারে শিশুর ত্বকে। বাইরে যদি বের করতেই হয়, তবে হাত-পা ঢাকা জামা-টুুপি পরিয়ে দিন ওকে। ১২ মাস+ হলে ব্যবহার করুন সানস্ক্রিন!
#4. বাড়তি যত্ন নিন ডায়াপার এরিয়ার (Care For Your Baby’s Diaper Area To Avoid Irritation)
শিশু-শরীরে সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলির ভেতর পড়ে ডায়াপার এরিয়া। সবসময়ই ভেজা থাকে জায়গাটা, হাওয়াও খেলে না তেমন। র্যাশ, অস্বস্তি আটকাতে তাই সঙ্গে রাখুন-
#5. বাচ্চাকে পরিচ্ছন্ন রাখুন সর্বদা (Keep Your Baby’s Sensitive Skin Clean)
পরিচ্ছন্ন রাখাটা জরুরি, তবে তা করতে গিয়ে বারবার স্নান করাবেন না যেন! দিনের বাকি সময়ে ওর ত্বকের যত্নে ব্য়বহার করুন ভালো মানের ওয়াইপস।
লাভল্যাপ ওয়াইপস-এর গুণাগুণ: