নতুন মায়ের ৮ ভুল!

নতুন মায়ের ৮ ভুল!

দশ মাস, দশ দিন গর্ভে ধারণের পর সন্তান যখন কোলে আসে, তার চেয়ে শ্রেষ্ঠ অনুভূতি মায়ের কাছে বোধহয় আর কিছুই নেই! সন্তান যে তাঁর নিজের অংশ, নিজের নাড়ি ছেঁড়া সম্পদ! এই সন্তানই যে এরপর তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠবে, তা আর নতুন কী! এই অপত্য ভালোাবাসার টান আমরা বেশ বুঝি, তা-ও বলছি সন্তান আপনার যতই প্রিয় হোক না কেন অজান্তে কখনও সখনও ভুল হয়ে যেতেই পারে! নতুন মা হয়েছেন আপনি, সব কিছু একসাথে জেনে ফেলা কখনও সম্ভব নয়। এখানে দেখে নিন, সদ্যোজাত শিশুর দেখভালে ঠিক কোথায় কোথায় ভুলের আশঙ্কা থেকে যায়!

নতুন মায়ের ৮ ভুল!

#1. খুব দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা (Trying to Recover Fast):
নতুন মায়েরা যে ভুলটা সবচেয়ে বেশি করেন, তা হল খুব তাড়াতাড়ি প্রসবকালীন অবস্থা থেকে আগের অবস্থায় ফেরত যাওয়ার চেষ্টা। বাচ্চার পুরো দায়িত্ব নিতে ও সুস্থ হতে গিয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আর ভুলটা হয় এখানেই।

নতুন মায়ের ৮ ভুল!

#2. বাচ্চা কাঁদলেই নিজে কেঁদে ওঠা (Crying When The Baby Cries):
হরমোনের ওঠানামাই হোক কিংবা নবজাতককে নিয়ে প্রচণ্ড চিন্তা, বাচ্চার জন্মের পর পর তার কান্নার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় মায়ের কান্নাও! আমরা জানি, এতে আপনার হাতে নেই। তা-ও বলছি অনুভূতিগুলো বাগে আনুন।

নতুন মায়ের ৮ ভুল!

#3. জেগে থাকা অবস্থায় বাচ্চার নখ কাটা (Clipping Nails of Children While They Are Awake.):
শিশুর নখ বড্ড জলদি বড় হয়। আঁচড় এড়াতে সুযোগ পেলেই তাই সেগুলো কেটে ফেলতে তৎপর হয়ে পড়েন নতুন মা। এই তৎপরতা ভালো, কিন্তু কোন সময় কাটবেন সেটাও জেনে নিন! বাচ্চা ঘুমালে তবেই নখ কাটুন।

নতুন মায়ের ৮ ভুল!

#4. দেরি করে বুকের দুধ খাওয়ানো (Hesitation in breastfeeding):
অনেক মা-ই আছেন, শিশুর জন্মের পর বুকের দুধ খাওয়ানো নিয়ে বড্ড ধন্দ কাজ করে তাঁদের। কিন্তু এত ধন্দ কীসের? স্তন্যপান বাচ্চার জন্যই শুধু নয়, আপনার জন্যও একইরকম জরুরি। আমরা নই, বলছেন বিশেষজ্ঞরা!

নতুন মায়ের ৮ ভুল!

#5. আস্থা হারানো (Assuming I’m Doing it All Wrong):
শিশুর যত্ন নেওয়া কঠিন হলেও একথাটা মনে বসিয়ে নিন যে মায়ের চেয়ে ভালো যত্ন তার আর কেউ নিতে পারে না! কিছু ভুল হলে নিজেকে দোষ দিতে শুরু করবেন না। আপনি খুবই ভালো মা! সামনে যাঁর বিশাল দায়িত্ব…

নতুন মায়ের ৮ ভুল!

#6. শিশুকে চুষিকাঠি না দেওয়া (Not Pushing a Pacifier):
শিশুকে যদি চুষিকাঠি বা প্যাসিফায়ার থেকে পুরোপুরি দূরে রাখেন, তা হলে কিন্তু ভুগতে হবে আপনাকেই। সবসময় আপনার পক্ষে নিজে দুধ খাওয়ানো সম্ভব নয়। তিন মাস থেকে চুষিকাঠির ব্যবহারেই বোতলে খেতে অভ্যস্ত হবে ও।

নতুন মায়ের ৮ ভুল!

#7. স্বামীকে দায়িত্ব দিতে অনীহা (Being Territorial):
প্রসবের পর মানসিক অবসাদই বলুন বা অন্য কিছু, অনেক মা-ই বড্ড আত্মকেন্দ্রিক হয়ে পড়েন। সন্তানের দায়িত্ব স্বামীর সাথেও ভাগ করতে চান না তাঁরা। এটা কিন্তু ভুল। শিশুর দেখভালে স্বামীর সাহায্য অবশ্যই নিন।

নতুন মায়ের ৮ ভুল!

#8. সব সমস্যা নিজে সমাধানের ইচ্ছে (Trying to Savor Every Moment):
নতুন মা হয়েছেন, মাতৃত্বের অভিজ্ঞতাও এক্কেবারে আনকোরা- অনেকেই তা-ও এ বিষয়ে মনে কোনও ধন্দ এলে প্রশ্ন করতে লজ্জা পান! শিশুর ভালো চেয়েই এই লজ্জা কাটিয়ে উঠুন। সংকোচ ভুলে, মন খুলে প্রশ্ন করুন।