লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

মাতৃত্বকালীন ছুটি শেষে মাকে আবার যোগ দিতে হবে কর্মক্ষেত্রে। মা মনে মনে হাজার চাইলেও কচি বাচ্চাটিকে নিয়ে অফিসে যেতে পারবেন না বা সারাক্ষণ নিজে খাওয়াতে পারবেন না। এখানেই মুশকিল আসানে আসে ব্রেস্ট পাম্প। এর সাহায্যে মা নিজের দুধ বের করে বাচ্চার জন্য রেখে যেতে পারেন। হাত দিয়ে এক্সপ্রেস করা যে কত সময় সাপেক্ষ আর কত কষ্টকর সে মায়েরা আন্দাজ করতেই পারছেন। এখানেই আপনাকে সাহায্য করতে পারে ব্রেস্ট পাম্প।
বুকের দুধের পরিমাণ না কমা, ব্রেস্ট ভারী হয়ে যাওয়া, দৃষ্টিকটু ভাবে অসমান হয়ে যাওয়া বা দুধ জমে বুকে ব্যথা হওয়ার মতো অসুবিধার হাত থেকেও বাঁচাতে পারে এই ব্রেস্ট পাম্প। মা বাড়িতে না থাকলেও বাচ্চা মায়ের দুধই খেতে পারে। যেসব বাচ্চারা হাজার চেষ্টাতেও ল্যাচ করতে পারে না, তাদের জন্যও এই ব্রেস্ট পাম্পই একমাত্র সমাধান। তবে, কেনার আগে গুণমান যাচাই করে তবেই কিনবেন। ভালো ব্রেস্ট পাম্পে যে বৈশিষ্ট্যগুলি থাকবেই, তা সাজিয়ে দেওয়া হল কথায় ও ছবিতে!

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

#1. পাম্পিং এখন আরামদায়ক (Comfort while Pumping)
লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পে আছে কোমল সিলিকন মাসাজ কুশন, পাম্পিংয়ের প্রক্রিয়া যা আরামদায়ক করে তোলে স্তন্যদায়ী মায়েদের কাছে।

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

#2. ব্যবহার করা সহজ (User Friendly)
দুই ধাপের কার্যপদ্ধতি (স্টিমুলেশন আর এক্সপ্রেশন) সুবিধাজনক করে তোলে পাম্পিংয়ের কাজ।

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

#3. বাচ্চাকে খাওয়ানো সহজ (Easy Feeding)
লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের সাথেই আপনি পাবেন দুধ খাওয়ানোর নিপল ও ছিপি।

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

#4. বিপিএ মুক্ত (BPA free)
লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের সব অংশই বিপিএ-মুক্ত। আপনার বাচ্চার জন্য ১০০% নিরাপদ।

লাভল্যাপ রয়াল ইলেকট্রনিক ব্রেস্ট পাম্পের বৈশিষ্ট্য

#5. আরও কিছু বৈশিষ্ট্য (Some Other Features)

  • কোমল, তবে কার্যকর ভাবে পাম্পিং
  • সাকশন টিউবে দুধ ব্যাক-ফ্লো করার শঙ্কা নেই
  • দু’ভাবে চলবে; ইলেকট্রিক ও ব্যাটারি দিয়ে
  • পরিষ্কার রাখার কাজটাও সহজ
  • সাধ্যের মধ্যেই ব্রেস্ট পাম্প কেনার সাধ পূরণ