পেটের ভিতর তরতরিয়ে বড় হচ্ছে ছোট্ট একটা প্রাণ! কোন সপ্তাহে সে কতটা বড় হল, জানার জন্য মায়ের মনের খিদে মেটাতেই আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু!…
পেটের ভিতর তরতরিয়ে বড় হচ্ছে ছোট্ট একটা প্রাণ! কোন সপ্তাহে সে কতটা বড় হল, জানার জন্য মায়ের মনের খিদে মেটাতেই আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু!…
শরীরের ভিতর তিলে তিলে বেড়ে উঠছে আরেকটা প্রাণ। একটা নির্দিষ্ট সময়ের পর পরই গর্ভস্থ সন্তান নিজের উপস্থিতি জানিয়ে দিচ্ছে তার মাকে। মনে করিয়ে দিচ্ছে, এবার সে তার মায়ের মুখ দেখতে চায়, মায়ের মতোই সেও বড্ড অস্থির তাদের দুজনের এই প্রথম দেখা হওয়ার কথা ভেবে।(Life inside Womb in Bengali)
মাতৃত্বের সর্বপ্রথম ধাপ নিজের সন্তানকে গর্ভে ধারণ করা, নিজের শরীরের ভিতর ধীরে ধীরে বেড়ে ওঠা আরেকটা প্রাণের অস্তিত্ব অনুভব করা। পুরো প্রক্রিয়াটা কিন্তু মোটে সহজ নয়। মাঝে আসে প্রচুর চড়াই-উতরাই, শারীরিক-মানসিক টানাপোড়েনের পালা। পুরোটা সামলে মাতৃত্বের পথটা সফল ভাবে পার করতে হয় মাকেই। দশ মাসের এই যে জার্নি, গর্ভস্থ শিশুর বিকাশের উপর ভর করে পুরো সময়টাকে তিনমাস করে মোট তিনটি ভাগে ভাগ করি আমরা এবং এই তিনমাস করে সময়কে এক একটি ট্রাইমেস্টার(Trimester)-এ ভাগ করা হয়। সর্বশেষ মাসিকের দিন থেকে পুরো সময়টার হিসেব করা হয়। দিনের হিসেবে বলা যেতে পারে ২৫০ থেকে ২৮৫ দিন । গর্ভধারণের প্রথম থেকে ১৩ সপ্তাহকে ধরা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। দ্বিতীয় ট্রাইমেস্টার ১৪ থেকে ২৬ সপ্তাহ এবং তৃতীয় বা শেষ ট্রাইমেস্টার ২৭ সপ্তাহ থেকে বাচ্চা জন্মের আগে পর্যন্ত। প্রতিটি ট্রাইমেস্টার-এ গর্ভস্থ শিশুর বিকাশ কীরকম হলো, কতটা হলো জানা থাকলে মা নিজের সম্ভাব্য শারীরিক অস্বস্তি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকে এবং গর্ভস্থ সন্তানের বাড়-বৃদ্ধি অনুভব করে তাকে জলদি দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুতিও নিতে পারে। আজকের ভিডিওটি ঠিক একই কারণে শেয়ার করা হল।
গর্ভাবস্থার কোন সপ্তাহে ঠিক কতটা বড় হল গর্ভস্থ শিশু, জানার জন্য মায়ের মনের খিদে মেটাতেই আমাদের এই চেষ্টা। হবু মায়েরা, কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু!