আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা; কোলের চাঁদটির কপালে একটি টিপ না পরালে বা তার চোখে বেশ করে কাজল না দিলে আপনার যেন প্রাণ জুড়োয় না! ছেলে হোক বা মেয়ে; হাতের কাছে পাওয়া জ্যান্ত পুতুলটাকে না সাজিয়ে কি পারা যায়! বাচ্চার সাজগোজের কথাতেই সবার আগে চোখে ভেসে ওঠে, কপালে মস্ত একখানা কাজলের টিপ আর টেনে পরানো কাজল। (Is it Safe to Apply Surma or Kajal to Newborn’s Eyes)
সে কাজলের বহরে হয়তো ছোট্ট চোখ দু’খানি ঢেকে গেল, তবু কাজল টানা চাই-ই। মা-দিদিমার আমল থেকে চলে আসছে বাচ্চাকে কাজল পরানো। বাড়িতে নিয়ম করে কাজল পাতা থেকে শুরু করে হাল আমলের ফ্যাশনেবল কাজল; জনপ্রিয়তা কমেনি একটুও। কিন্তু কাজলের জনপ্রিয়তায় অনেকদিন ধরেই লাগাম টানার চেষ্টা করছেন ডাক্তারবাবুরা।
হ্যাঁ, ঠিক শুনেছেন। এতদিন ধরে শিশুর পরিচর্যায় ব্যবহার করা কাজলই আজ আসামীর দোরগোড়ায়। (Is It Safe to Apply Kajal to Baby’s Eyes?) তাকে নিয়ে নানা মত, নানা সন্দেহ, নানা দ্বন্দ্ব। আর আশেপাশের খবর ঠিক না মা-দিদিমার অভ্যাস ঠিক; তার যাঁতাকলে পড়ে হয়রান হচ্ছেন নতুন মায়েরা।
আজকের প্রতিবেদন তাই কাজল নিয়ে। বাচ্চার চোখে কাজল পরানো উচিত কি না (Is Applying Kajal To Your Baby’s Eyes Safe?), ঘরে কীভাবে কাজল পাতলে তার গুণাগুণ আরও বেড়ে যায় বা কাজল নিয়ে নানা ভ্রান্ত ধারণার বিশ্লেষণ; সবই রইল আজকের এই প্রতিবেদনে। শিশুর কোমল দুই চোখের স্বাস্থ্যের খাতিরে একবার না হয় পড়েই নিলেন!
একেবারে সোজা ভাষায়, আমাদের রূপচর্চার একটি অন্যতম প্রসাধনী হল কাজল। আমরা মেয়েরা যেরকম কাজল ছাড়া নিজেদের ভাবতে পারি না, ঠিক সেরকম ছোট্ট বাচ্চাকে কাজল ছাড়া অনেকেই ভাবতে পারেন না। আর সে ছেলে হোক বা মেয়ে; খুদের চোখে, কপালে, মাথার পাশে কাজল থাকা মাস্ট।
এবার আসি, কাজলের গঠনগত বৈশিষ্ট্যে। কোনও কিছু পুড়িয়ে, তা সে তেল পুড়িয়ে হোক, ঘি পুড়িয়ে হোক, যাই হোক; যে পোড়া কার্বন তৈরি হয়, সেটাই হল কাজল।
বাচ্চাদের কাজল পরানোর পিছনে যে ধারণাগুলো কাজ করে, সেগুলো হল (Why Kajal is Applied to Babies);
লোকমুখে শুনে বা চলে আসছে বলে এই ধারণাগুলোর কথা অন্ধভাবে মেনে নিয়ে বাচ্চাকে এন্তার কাজল পরিয়ে চলেছেন, কিন্তু কখনও কি যাচাই করে বোঝার চেষ্টা করেছেন? (Is it Safe to Apply Kajal to Baby’s Eyes? )
আরও পড়ুন: ছোট্ট সোনার যদি কোনও বিপদ হয়? আগে থেকে ওকে সতর্ক করে রাখার উপায় কী কী?
অনেকেই মনে করেন, বাইরে থেকে না কিনে যদি ঘরে পাতা কাজল লাগাই; এতে কোনও ক্ষতি হবে না। হ্যাঁ, কথাটা কিছুটা ঠিক, কিছুটা ভুল। ঠিক বা ভুল বিচারের প্রশ্নে পরে আসছি, ঘরে কাজল পাতার একটা অন্যরকম উপায় (Homemade Kajal for Newborn Baby) আগে বলে নিই;
এবার আসি আসল কথায়। ঘরে পাতা কাজল বাইরের কেনা কাজল থেকে অনেকাংশে নিরাপদ হলেও শিশুর চোখের নিরাপত্তায় একটা প্রশ্ন থেকেই যায়। এই নিয়ে বিতর্কেরও শেষ নেই।
কোনও কিছু পুড়িয়েই যেহেতু কাজল পাতা হয়, তাই সেটায় কার্বন বেশ ভালো মাত্রায় উপস্থিত থাকে। আর ডাক্তারবাবুদের কথায়, এই কার্বনও বাচ্চার চোখের জন্য একবারেই ভালো নয়।
আর বাইরের কাজল পরালেও যেমন মায়ের হাত থেকে ইনফেকশন ছড়ানোর আশঙ্কা থাকে, বাড়ির কাজলেও সেই ভয় থাকে।
চোখে কাজল না দিতে পারলে বা কাজল না দিলে মন খুঁতখুঁত করলে কাজল পরিয়ে দিন বাচ্চার কপালে টিপ হিসেবে। পরাতে পারেন মাথার একপাশে বা পায়ের তলায়।
বাচ্চার ওপরে যাই কাজল দিন, তা যেন বাড়িতে তৈরি হয়। আর যে পদ্ধতিতে বলেছি, সেটা মানলে তো বাদামের ভিটামিন-ই আর চন্দনের ঠান্ডাভাব; দুই পাবে বাচ্চার ত্বক। চোখে কাজল না পরালেও আপনার সোনাটিকে বড্ড মিষ্টি লাগবে; তাই চোখটা না হয় ছেড়েই দিন! (Is it Safe to Apply Kajal to Newborn’s Eyes)
আরও পড়ুন: হঠাৎ বিপদে শিশুকে সুস্থ করবেন কী করে? কখনই বা যেতে হবে ডাক্তারের কাছে!
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null