গরমে রং-বেরঙের আইসক্রিম!

গরমে রং-বেরঙের আইসক্রিম!


আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এই আইসক্রিমই কিন্তু চাইলে ঘরেই তৈরি করতে পারেন আপনি। জানানো হলো ৫টি মজাদার ফ্রুট আইসক্রিমের রেসিপি।

গরমে রং-বেরঙের আইসক্রিম!

#1. পিনাট বাটার ও কলার আইসক্রিম (Banana-Peanut Butter Icecream)
উপকরণ (Ingredients)

  • ২-৩ টি পাকা কলা
  • ৩ কাপ পিনাট বাটার
  • ১/২ কাপ স্কিমড মিল্ক
  • চকোলেট চিপস বা নারকেল কোরা
প্রণালী (Method)
  • ব্লেন্ডারে কলা, পিনাট বাটার, স্কিমড মিল্ক নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • এবার মিশ্রণটি সারভিং কাপে ঢেলে নিন।
  • ওপর থেকে ছড়িয়ে দিন চকোলেট চিপস বা নারকেল কোরা।
  • বাচ্চাকে এমনিই দিতে পারেন বা ঠান্ডা খেতে চাইলে ১-২ ঘণ্টা রেখে দিন রেফ্রিজারেটরে।

গরমে রং-বেরঙের আইসক্রিম!

#2. আম ও কাঠবাদামের আইসক্রিম (Mango-Amond Icecream)
উপকরণ (Ingredients)

  • আম-এক কাপ
  • কাঠবাদাম-১/২ কাপ
  • মধু এক চামচ
প্রণালী (Method)
  • প্রথমে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
  • এরপর মিশ্রণটি আইসক্রিমের ছাঁচের মধ্যে ঢেলে নিন এবং আমের কয়েকটি ছোট টুকরা এর মধ্যে দিয়ে দিন।
  • এরপর এটি ফ্রিজে রেখে দিন ৬-৭ ঘণ্টার জন্য।
  • ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার আম ও কাঠবাদামের আইসক্রিম।

গরমে রং-বেরঙের আইসক্রিম!

#3. বেদানার আইসক্রিম (Pomegranate Icecream)
উপকরণ (Ingredients)

  • এক কাপ বেদানার রস
  • দুই টেবিল-চামচ লেবুর রস
  • দু’কাপ ক্রিম
  • দেড় কাপ গুঁড়ো চিনি
প্রণালী (Method)
  • একটা পাত্রে বেদানার রস, লেবুর রস, ক্রিম এবং গুঁড়ো চিনি নিয়ে ফেটাতে থাকুন।
  • এরপর একটা পাত্রে মিশ্রণটা ঢেলে ভালো করে ঢাকনা বন্ধ করে দিন।
  • পাঁচ-ছ’ঘণ্টা ফ্রিজে রাখুন।
  • ফ্রিজ থেকে বাইরে এনে, উপরে বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।

গরমে রং-বেরঙের আইসক্রিম!

#4. তেঁতুলের আইসক্রিম (Tamarind Icecream)
উপকরণ (Ingredients)

  • তেঁতুল- এক কাপ
  • চিনি- ১/২ কাপ
  • জল- দুই কাপ
প্রণালী (Method)
  • দুই কাপ জলে দানা ছাড়ানো তেঁতুল ও চিনি একসঙ্গে ২০ মিনিট জ্বাল দিন।
  • মিশ্রণটি ঠান্ডা হওয়ার পরে তেঁতুলগুলো কচলে নিন এবং ছেঁকে নিন।
  • এরপর মিশ্রণটি আইসক্রিমের ছাঁচে ঢেলে ফ্রিজে রাখুন।
  • ৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার তেঁতুলের আইসক্রিম।

গরমে রং-বেরঙের আইসক্রিম!

#5.তরমুজ ও কমলালেবুর কুলফি (Watermelon-Orange Kulfi)
উপকরণ (Ingredients)

  • তরমুজ
  • কমলালেবু
  • আদার রস
  • বিট নুন, মধু
প্রণালী (Method)
  • তরমুজের বীজ ফেলে ব্লেন্ডারে জ্যুস বানিয়ে নিন।
  • কমলালেবুর খোসা ছাড়িয়ে বীজ আলাদা করে জ্যুস করে নিন।
  • এবার তরমুজ ও কমলালেবুর জ্যুস একসাথে মিশিয়ে ওতে স্বাদমতো মধু ও বিট নুন দিন।
  • কুলফি তৈরি করার ছাঁচে ওই মিশ্রণ ঢালুন এবং আইসক্রিমের কাঠি গুঁজে দিন। রেফ্রিজারেটরে এক রাত রাখলেই জমে যাবে।