বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনার প্রি-ম্যাচিওর ছানার যত্ন নেবেন কীভাবে? থাকল টিপস!

বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনার প্রি-ম্যাচিওর ছানার যত্ন নেবেন কীভাবে? থাকল টিপস!

কিছু কিছু বাচ্চার হয়তো বাইরের পৃথিবীটা দেখার বা তার মা-বাবার কোলে চাপার ভীষণ তাড়া থাকে। আর তাই, দিন-ক্ষণ, সঠিক সময় কিছু না বিবেচনা করেই একরত্তি এসে হাজির হয় প্রি-ম্যাচিওর বেবি (premature baby) বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চা হিসেবে। (Parenting a premature baby/ How to take care of a premature baby in Bangla)

যাই হোক, যতটা খেলাচ্ছলে আমরা এই গল্পটা করছি, এর বাস্তব কিন্তু মোটেই এতোটা মধুময় নয়। সাধারণত, মায়ের গর্ভে যদি শিশু ৪০ সপ্তাহ থাকে, তা হলে তার পূর্ণ বিকাশ হয়ে যায়। ৪০ সপ্তাহ পরে জন্মগ্রহণ করা শিশু সহজেই বাইরের পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে পারে। আর যেসব শিশু গর্ভাবস্থার ৩৭ সপ্তাহের আগেই জন্ম নেয়, তাদের প্রি-ম্যাচিওর বাচ্চা বলা হয়। একটি প্রি-ম্যাচিওর বাচ্চার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ রূপে তৈরি হয় না এবং তারা সহজে মাতৃগর্ভের বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। সেক্ষেত্রে, এই সব বাচ্চার সঠিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়। জন্মের সময় শিশুর ওজন যদি আড়াই কিলোগ্রামের কম হয়, তা হলে তাকে ডাক্তারি পরিভাষায় Low birth weight baby (LBW) বলা হয়। স্বাভাবিকভাবেই প্রি- ম্যাচিওর বাচ্চারা এইরকমই কম ওজনের হয়ে থাকে বা অনেক ক্ষেত্রেই আরও কম ওজন নিয়েও জন্মগ্রহণ করতে পারে। আবার ব্যতিক্রম হিসেবে, নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া বাচ্চাও কোনও কারণে কম ওজনের হয়ে থাকতে পারে। জন্মানোর পরে একটি প্রি- ম্যাচিওর বাচ্চার উন্নতমানের যথাযথ চিকিৎসা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন বাড়ি নিয়ে যাওয়ার পরে সঠিক যত্নের। আজ এই নিয়েই আমাদের আলোচনা।

Also read: শিশুর সুরক্ষায় কোন বয়সে কোন টিকা!

প্রি-ম্যাচিওর বাচ্চা কখন জন্ম নিতে পারে? (Time of birth of a premature baby)

গর্ভাবস্থার ২৮ সপ্তাহের আগেই বাচ্চার জন্ম হতে পারে। এই শিশুদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে বিকশিত হওয়ার আগেই তারা জন্ম নেয় বলে, বাইরের পরিবেশে তারা খাপ খাওয়াতে পারে না এবং সঠিক ভাবে শ্বাসক্রিয়াও চালাতে পারে না। চোখের পাতা তৈরি হয় না বলে, এরা চোখ মেলে চাইতেও পারে না। এই বাচ্চাদের হাসপাতালের Neonatal intensive care unit (NICU)-তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ চিকিৎসা প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, এই শিশুরা মানসিক বা শারীরিক দিক থেকে নিখুঁত হতে পারে না। ২৮-৩১ তম সপ্তাহের মধ্যে জন্ম নেওয়া প্রি- ম্যাচিওর বাচ্চার ওজন তুলনামূলক কিছুটা বেশি হয়। এদের শ্বাসক্রিয়াও বাইরে থেকে অক্সিজেন প্রয়োগ করে নিয়মিত রাখতে হয় ও টিউবের সাহায্যে বাচ্চাকে খাওয়ানো হয়। আবার গর্ভাবস্থার ৩২-৩৬ মাসের মধ্যে যেসব শিশু জন্ম নেয়, তাদের ওজন কম হলেও এদের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক বাচ্চাদের মতোই কাজ করতে শুরু করে দেয়। সঠিক তত্ত্বাবধানে থাকলে এরা জলদিই সুস্থ হয়ে ওঠে।

কী কী কারণে প্রি-ম্যাচিওর বাচ্চা হতে পারে? (What causes a premature birth?)

  • এক-দুবারের বেশি গর্ভধারণ
  • প্রি-এক্ল্যাম্পসিয়া, জননতন্ত্রে ও জরায়ুতে ইনফেকশন
  • ক্রোমোজোমের অস্বাভাবিকতা
  • মায়ের অপুষ্টি, অল্পবয়সে গর্ভধারণ ও রক্তাল্পতা
  • মায়ের জটিল কোনও শারীরিক অসুখ বা ম্যালেরিয়া বা টক্সিমিয়া

বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রি-ম্যাচিওর বাচ্চার যত্ন কীভাবে করবেন? (How to take care of a premature baby after going home)

একটি প্রি- ম্যাচিওর বাচ্চার জন্মের পরেই বিশেষ যত্নের প্রয়োজন হয়। সে না পারে ঠিকমতো শ্বাস নিতে, না পারে মায়ের দুধ খেতে। আবার অধিকাংশ ক্ষেত্রেই এই সব বাচ্চার শরীরে বিলিরুবিনের মাত্রা খুব বেশি থাকে এবং বিশেষ চিকিৎসার মাধ্যমে তার জন্ডিস কমানো হয়। বাচ্চাকে টিউবের মাধ্যমে খাবার খাওয়াতে হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত NICU তে বিশেষ যত্ন ও পর্যবেক্ষণে বাচ্চাকে রাখার পরেই চিকিৎসক বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন। প্রি-ম্যাচিওর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় বলে এরা সহজেই অসুস্থ হয়ে পড়ে। তাই, জন্মের পরেও যেমন উন্নতমানের ডাক্তারি পর্যবেক্ষণ প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন বাচ্চা নিজের বাড়ি আসার পর তার সঠিক দেখভালের।

Also read: কীভাবে বুঝবেন বাচ্চার কান্নার ভাষা?

প্রি-ম্যাচিওর শিশুর কী কী স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে?/ The Reality of Parenting Premature Babies

বাচ্চা যদি ইনকিউবেটরের বাইরে ২৪-৪৮ ঘণ্টা কোনও অসুবিধা ছাড়া শ্বাস নিতে পারে, দেহের তাপমাত্রা ঠিক থাকে, ওজন ধারাবাহিকভাবে বাড়তে থাকে এবং সে মায়ের দুধ খেতে পারে, তা হলে চিকিৎসক বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন। বাড়ি আসার পর যেভাবে বাচ্চার যত্ন করবেন:

  • প্রি-ম্যাচিওর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে, সহজেই জীবাণু হামলা করে বসে এবং বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বাইরে থেকে এলে বাইরের জামা কাপড় ছেড়ে, জীবাণুনাশক সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে তবেই বাচ্চাকে কোলে নিন এবং বাড়ির অন্যদেরও তাই করতে বলুন।
  • বাচ্চার শরীর সবসময় উষ্ণ রাখার চেষ্টা করুন।হালকা গরম জামা, ভালো কোম্পানির স্লিপিং ব্যাগ বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন। সবথেকে উপকার হয়, মায়ের গায়ের ওম শিশুকে দিলে। নরম তোয়ালে দিয়ে শিশুকে জড়িয়ে মায়ের বুকে রাখলে শিশু আরাম পায়, তার দেহের তাপমাত্রা ঠিক থাকে আবার হঠাৎ ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার ভয়ও থাকে না। শীতকালে যেসব প্রি-ম্যাচিওর বাচ্চা জন্ম নেয়, তাদের ক্ষেত্রে এই উপায় খুবই কার্যকরী।
  • বাচ্চাকে শুকনো রাখার চেষ্টা করুন। ঘামে যেন বাচ্চার শরীর ভিজে না থাকে বা ভেজা ডায়াপার নিয়ে বাচ্চা বেশিক্ষণ শুয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। কিছু ঘণ্টা পরপর বাচ্চার জামা, ডায়াপার বদলে দিন।
  • বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ান। অনেক সময় দেখা যায় যে, প্রি-ম্যাচিওর বাচ্চারা মায়ের দুধ নিজে টেনে খেতে পারে না। সেক্ষেত্রে আঙুলে করে বা কাপের সাহায্যে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। কিছুদিন পরে বাচ্চা নিজেই মায়ের দুধ খেতে পারবে। দুধের প্রবাহ ঠিক রাখার জন্য মায়ের অন্তত দিনে ৭-৮ বার ব্রেস্ট পাম্প করে দুধ বার করা বা অতিরিক্ত দুধ ফেলে দেওয়া উচিত।
  • সাধারণত সব বাচ্চাই ঘুমের সময় কিছু সময় নিশ্বাস নেওয়া বন্ধ করে আবার নিশ্বাস নেয়। একে অ্যাপনিয়া বলে। প্রি-ম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে এই শ্বাস-প্রশ্বাস নেওয়ার ধরন বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হয় এবং প্রয়োজনে বাড়িতে নিয়ে আসার পরও নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হয়।
  • শিশুর সামনে যেন কোনও রকম ধূমপান না করা হয় বা অ্যালকোহল সেবন না করা হয়।
  • শিশু যাতে কোনও ভাবেই উপুড় হয়ে না ঘুমোয় সেদিকে খেয়াল রাখুন।
  • আলো বাতাস চলাচল করে এরকম ঘরে শিশুকে রাখুন। ঘরের তাপমাত্রা যেন আরামদায়ক থাকে।

প্রিম্যাচিওর বেবির যত্ন/ Parenting Premature Babies: Focus on Development

পরিশেষে বলি,বাচ্চা মানুষ করা অবশ্যই জটিল এবং তার থেকেও জটিল প্রি- ম্যাচিওর বাচ্চাকে সুস্থ করে মানুষ করা। তবে অসম্ভব নয় কোনও কিছুই। সঠিক যত্ন আর চিকিৎসা পেলে এই বাচ্চারাও সম্পূর্ণ সুস্থ বাচ্চার মতোই হয়ে ওঠে। প্রয়োজন শুধু বাড়তি সতর্কতা আর চোখ-কান খোলা রাখা। একটু সতর্ক হলেই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন আপনি। ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। বিশেষ পরিস্থিতিতে কীভাবে শিশুকে সামলাবেন সেই ব্যাপারে কথা বলুন। ডাক্তারের কাছে CPR এর সম্বন্ধে জেনে রাখুন, যাতে বাচ্চার শ্বাসের অসুবিধা হলে তাকে সেই মুহূর্তে আরাম দিতে পারেন। বাড়ির সবার সহযোগিতা নিন আর একটু সাহসী মন রাখুন, প্রি-ম্যাচিওর বাচ্চার কোনও ক্ষতিই হবে না।

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

null

null