হামাগুড়ি দিতে শেখার পর কোনও বাচ্চাকেই আর এক জায়গায় ধরে রাখা যায় না। সুযোগ পেলেই হাত ফসকে চলে যায় ঘরের এমাথা থেকে ওমাথা। বাবা-মা তো এই দৌড়ের চোটে হাঁফিয়ে ওঠেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দুশ্চিন্তাও। কিন্তু তা বলে আপনার শিশুকে তো আর বকেঝকে একজায়গায় বসিয়ে রাখতে পারবেন না। তাকে ইচ্ছেমতো খেলতে দিতেই হবে। কিন্তু পড়ে গিয়ে যদি আঘাত পায় আপনার ছোট্ট সোনা? কোনওভাবে যদি কেটে ছড়ে যায় নরম তুলতুলে শরীরের কোনও জায়গা? তখন দিশেহারা না হয়ে কী করবেন? জেনে নিন এমন খারাপ পরিস্থিতিতে ঠিক কী ধরনের প্রাথমিক চিকিৎসা (First Aid)-র ব্যবস্থা করবেন ওর জন্য।
#1. বরফ (Ice)
রক্তপাত বন্ধের সবচেয়ে সহজ উপায় হল বরফ! বাচ্চার ক্ষতস্থানে বরফের টুকরো চেপে ধরে রাখুন। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।
#2. কফি পাউডার (Coffee Powder)
রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকর কফিগুঁড়োও। কেটে গিয়ে যেখান থেকে রক্ত পড়ছে সেখানে কফির গুঁড়ো ছিটিয়ে দিন। দেখবেন কিছুক্ষণেই রক্তপাত বন্ধ হয়ে গেছে।
#3. টি-ব্যাগ (Tea Bag)
হঠাৎ করে হাত বা পা কেটে গেলে সেই জায়গায় ব্যবহৃত টি-ব্যাগ নতুবা নতুন টি-ব্যাগ ঠান্ডা জলে ভিজিয়ে লাগিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে।
#4. নুন-জল (Salted Water)
নুন-জল ভালো প্রাকৃতিক প্রতিষেধক। অল্প জলে এক চিমটে নুন দিয়ে দিন। এই জল কাটা অংশের সংস্পর্শে এলে জ্বালা করবে ঠিক, তবে পরক্ষণেই বন্ধ হয়ে যাবে রক্তপাত।
#5. হলুদের গুঁড়ো (Turmeric Powder)
হলুদ হল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। আর আপনার রান্নাঘরেও থাকে সবসময়। বাচ্চার কাটা স্থানে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে নিন। দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে।