ব্রেস্ট ফিড করার সময় বাচ্চা প্রায়ই কামড় বসাচ্ছে কুটকুট করে, কী করে আটকাবেন তাকে?

ব্রেস্ট ফিড করার সময় বাচ্চা প্রায়ই কামড় বসাচ্ছে কুটকুট করে, কী করে আটকাবেন তাকে?

উফ, মাগো! বলে তিড়িং করে লাফিয়ে উঠতে গিয়েও নিজেকে খুব সামলে নিলো তিন্নি। শাশুড়ি মা সামনেই ছিলেন, তিন্নির আর্তনাদে কী হয়েছে তাই দেখতে এলেন। তিন্নির চেঁচানোর কারণ শুনে ফিক করে হেসে আবার নিজের কাজে চলে গেলেন! (How To Prevent Your Baby From Biting Your Nipples)

আসলে কী হয়েছিল বলুন দেখি! তিন্নি ওর ৪ মাসের পুঁচকে ছানাটাকে ব্রেস্ট ফিড করাচ্ছিল; ৪ মাসের খুদের হঠাৎ কী ইচ্ছে হয়েছে কে জানে, দুধ খেতে খেতে কুট করে কামড়ে দিয়েছে মায়ের নিপলে বা স্তনবৃন্তে।

হাসি পাচ্ছে? উঁহু বাবা, যে মায়েরা বাচ্চাদের নিয়মিত বুকের দুধ খাওয়ান, তারা কিন্তু সমস্যাটার গুরুত্ব দিব্যি বুঝতে পারছেন। বাচ্চার দাঁত নেই, মাড়ি নরম সব মানলাম, কিন্তু মায়ের ব্রেস্টও যে বড্ড স্পর্শকাতর জায়গা! “ও বাচ্চা কামড়েই থাকে, সহ্য করে নাও,” সবসময় বেচারি মা’টিকে ওমনি বললে চলে? (How to Stop Your Baby from Biting During Breastfeeding)

মায়ের ব্রেস্ট ও নিপল কিন্তু নরম ও স্পর্শকাতর। সেও ব্যথা পায় ওইটুকু বাচ্চার আচমকা কামড়ে। এবার বাচ্চা মানুষের খেয়াল আমরা কি আর বুঝতে পারি? দিব্যি শান্ত হয়ে হাত-পা নাড়িয়ে দুধ খেতে খেতে কি জানি কী মনে হল, দিল একখানা কামড় বসিয়ে।

আর মা বেচারি, বাচ্চা কোলে লাফাতেও পারে না, ঝাঁপাতেও পারে না, আশেপাশে লোকজন থাকলে লজ্জায় চেঁচাতেও পারে না। গপ করে গিলে নেয় সব ব্যথাটা (Newborn Clamping While Nursing)। আহারে!
ছোট্ট বাচ্চার মায়েরা, আমরা সত্যি আপনাদের কষ্ট বুঝি!

বাচ্চা দুধ খেতে খেতে কখন নিপলে কামড় বসায়, কী করলে বাচ্চার এই কুটকুটে কামড় থেকে রক্ষা পাবেন আপনি বা ব্রেস্ট ফিড করানোর সময় বাচ্চার কামড়ে নিপল ছড়ে গেলে কীভাবে আরাম পাবেন? (What to Do When Your Breastfeeding Baby Bites) এসব কিছু নিয়েই আজকের প্রতিবেদন।

নিজের আরামের খাতিরে ভালো করে পড়ে নিন। আর বাকি “মা” বন্ধুদের জানিয়ে দিন শেয়ার করে। এতে লজ্জার কিছু নেই, স্তন্যদান কিন্তু বাচ্চার জন্য প্রাণদানের সমান।

এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাচ্ছেন বলে, নিজেই নিজের পিঠ চাপড়ে দিতে পারেন গর্বে। তাই নিজে “মা” হয়ে প্রতিবেদনটি পড়ুন এবং শেয়ার করে অন্য মায়েদের সাহায্য করুন।

 

বাচ্চা কখন কখন মায়ের স্তনবৃন্ত বা নিপলে কামড় বসাতে পারে? (When Baby Bites)

#1. ব্রেস্ট ফিড করানোর একদম শুরুতে: খাওয়ানো শুরুর একদম প্রথমে যদি বাচ্চা ঠিকমতো পজিশন না পায় বা ল্যাচিং-এ সমস্যা হয়, তা হলে বেকায়দায় বাচ্চার কামড় পড়ে নিপলে।

#2. পেট ভর্তি হয়ে গেলে বা খাবার ইচ্ছে না হলে: বাচ্চার পেট ভর্তি হয়ে গেলে বা খেতে খেতে বোর হয়ে গেলে নেহাতই খেলাচ্ছলে সে কামড় বসায় মায়ের বুকে। (Reasons Babies Bite While Breastfeeding )

#3. অন্যদিকে মন চলে গেলে: বাচ্চা যখন থেকে আওয়াজ শুনতে, কারও গলা চিনতে শুরু করে, মায়ের কামড় খাওয়ার সম্ভাবনা আরও বাড়ে। ধরুন, আপনি ওকে শান্তিতে ব্রেস্ট ফিড করাচ্ছেন। এমন সময়, ও ওর কোনও প্রিয়জনের গলার আওয়াজ পেল, স্বাভাবিকভাবেই অন্যমনস্ক হয়ে উত্তেজিত হয়ে নিপলেই কামড় দেবে।

#4. শারীরিক অস্বস্তির জন্য ল্যাচিং-এ সমস্যা হলে: বাচ্চার যদি ঠাণ্ডা লেগে থাকে, কানে ইনফেকশন হয় বা নাক/গলায় ব্যথার জন্য দুধ গিলতে অসুবিধে হয়; তা হলেও সে ঠিক করে খাবার চেষ্টা করতে গিয়ে না বুঝেই মাকে ব্যথা দিয়ে ফেলে (Biting While Breastfeeding)।

#5. দাঁত ওঠার সময়: দাঁত ওঠার সময় বাচ্চার মাড়ি সুরসুর করে বলে, ছানাগুলো যা পায় তাতেই কুটকুট করে কামড় বসাতে থাকে। এখন এরকম অবস্থায় যদি দুধ খেতে গিয়ে মায়ের নিপলটিকেই তার কামড়াতে ইচ্ছে করে, তা হলে আপনার জন্য ভর্তি সমবেদনা রইলো।

#6. হঠাৎ ঘুম পেয়ে গেলে: অনেক বাচ্চাই মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। খেতে খেতে ঘুমিয়ে যাওয়ার কারণে আচমকাই ছানার ল্যাচ করা বন্ধ হয়ে যায়। মুখ বন্ধ করে নেওয়ার জন্য কামড় পড়ে মায়ের নরম জায়গাটিতে (Baby Biting While Nursing No Teeth)।

#7. স্রেফ দুষ্টুমি: বাচ্চাগুলোর তো বড্ড কৌতূহলী মন। একবার কামড়ে দেখেছে, আপনি মুখ নাক কুঁচকে “উফ” করে উঠেছেন। “আবার এমনি করে দেখি তো, মা চেঁচায় কি না!” মনে মনে এই ভেবেই হয়তো আবার একখানা কামড় দিলো আপনাকে। (Baby Bites While Nursing and Draws Blood) স্রেফ দুষ্টুমি করে বা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যও কিন্তু ছানা এরকম কামড়াতে পারে।

 

আরও পড়ুনঃ স্তন্যপানের পরেও কাঁদতে পারে শিশু, রইল কারণ-সমেত সমাধান!

 

পুঁচকের কুটকুট করে নিপলে কামড়ানো বন্ধ করতে কী করবেন? (Tips To Prevent Your Breast Feeding Baby From Biting)

#1. পজিশন ঠিক রাখুন: বাচ্চা যদি আরামদায়ক ভাবে ল্যাচ করতে না পারে, বা ঠিকমতো গ্রিপ না পায়, তা হলে ওর খেতেও অস্বস্তি আর আপনার খাওয়াতেও অস্বস্তি। তাই ব্রেস্ট ফিড করানোর আগে নিজের ও বাচ্চার মধ্যে পজিশন ঠিক রাখুন। আবার, বাচ্চা যাতে অন্যমনস্ক না হয়ে যায়, তার জন্য শান্ত একটা পরিবেশে ওকে খাওয়ান।

#2. লক্ষ্য রাখুন: বাচ্চাকে খাওয়ানোর সময় মাঝে মাঝেই লক্ষ্য রাখুন ওর দিকে। যদি মনে হয় ল্যাচ করার স্পিড কমে আসছে বা ওর চোখ ঢুলুঢুলু; তা হলে ও এখনই ঘুমলো বলে। আস্তে আস্তে সরিয়ে এনে ঘুম পাড়িয়ে দিন যাতে ও খাওয়ার মাঝেই ঘুমিয়ে না পড়ে। (How to Discourage Your Breastfeeding Baby from Biting) একদম ছোট বাচ্চার জন্য বিষম খাওয়ার হাত থেকেও বাঁচাবে আপনার এই লক্ষ্য রাখা।

#3. জোর করবেন না: বাচ্চা খেতে না চাইলে ওকে সবসময় জোর করবেন না। বাচ্চা বলে কি বিরক্তি নেই নাকি? দেবে কামড়ে, তখন বুঝবেন! জোর করে ব্রেস্ট ফিড করাতে গেলে পুঁচকে কিন্তু রেগে গিয়ে কামড়ে দিতে পারে, অতএব সাবধান।

#4. প্যাসিফায়ার কিনে রাখুন: বাচ্চার যখন দাঁত ওঠার সময়, তখন সে যা পাবে তাতেই কামড় দেবে। ওর জন্য ভালো মানের একখানা প্যাসিফায়ার কিনে রাখুন। ব্রেস্ট ফিড করানোর আগে প্যাসিফায়ারটা চিবোতে দিন। পরিষ্কার ঠান্ডা কাপড় চিবোতে দিলেও ওর আরাম হবে।
বাচ্চা দুধ খাওয়ার মধ্যে যখনই কামড়াবে, ওকে সরিয়ে আনুন আর মুখে প্যাসিফায়ার দিন। ওকে বোঝানোর চেষ্টা করুন যে, প্যাসিফায়ার কামড়ানোর জিনিস, নিপল নয়। বেশ কিছুদিন এরকম করলে বাচ্চা আস্তে আস্তে কামড়ানো বন্ধ করে দেয়। (Ways To Prevent Baby From Biting During Breastfeeding)

#5. কামড়ালেই খাওয়ানো বন্ধ: হ্যাঁ, একটু ছোট্ট করে শাস্তি। ওইটুকু প্রাণটাকে তো আর প্রাণে ধরে আপনি বকতে পারবেন না। আবার আপনারও ব্যথা লাগছে। এখন উপায়? বাচ্চা কামড়ালেই ওকে সরিয়ে আনুন। যদি বাচ্চা আবার খেতে চায় তবেই খাওয়াবেন। আর যদি দেখেন ও খেলতে শুরু করেছে, তার মানে ও খেয়ে বোর হয়ে গিয়েছিল। আর ওকে তখনই খাওয়াবেন না।
মোদ্দা কথা, কামড়ালেই যে খাওয়া বন্ধ হয়ে যাবে এটা ওর ছোট্ট মাথায় ঢোকাতে হবে।

#6. বেশি বেশি আদর: সামান্য বড় হয়ে গেলে, একটু একটু ভাব-ভালোবাসাগুলো বুঝতে শেখার পরে, বাচ্চা যদি না কামড়ায় তা হলে ওকে বেশি বেশি আদর করুন। ওগুলোকে তো আর বকা যায় না, তাই বেশি বেশি করে আদর দিয়ে শাসন করুন।

#7. ঢেলে দিন মনোযোগ: বাচ্চা মন দিয়ে খাচ্ছে আর আপনি মন দিয়ে অন্য কারও সাথে গল্প করছেন। এটা কিন্তু ও মেনে নিতে নাও পারে। তাই ব্রেস্ট ফিড করানোর সময় বাচ্চার সাথে মাঝে মাঝে কথা বলুন, ওর ওপর মনোযোগ দিন। না হলে আপনাকে ডাকতে গিয়ে হয়তো কামড় বসিয়ে দিলো খুদেটা। (How to Stop Baby from Biting While Nursing)

 

কোন কোন পজিশনে ব্রেস্ট ফিড করালে কামড় খাওয়ার আশঙ্কা কম থাকে? (How to Stop Your Baby from Biting during Breastfeeding)

  • কোলের ওপর একটা বালিশ রেখে বাচ্চাকে খাওয়ান।
  • পিঠে বালিশ রেখে হেলান দিয়ে বসুন এবং হাঁটু মুড়ে এগিয়ে এনে বাচ্চাকে আরামদায়ক সাপোর্ট দিন।
  • শুয়ে শুয়ে দুধ খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্ক হবেন। নিজের মাথা যেন বেশ উঁচু থাকে আর বাচ্চার মাথাও উঠে থাকে। বাচ্চার গলায় বা নাকে যেন দুধ না ঢুকে যায়।
  • বাচ্চার মুখ আপনার দিকেও থাকতে পারে আবার আপনার পেটের দিকেও থাকতে পারে। নিজের সুবিধামতো বাচ্চাকে ধরুন। (What to Do When Your Breastfeeding Baby Bites)
  • বাচ্চারা স্বভাবগত ভাবেই ল্যাচ করতে পারে। ওকে শুধু প্রথমে একটু সাহায্য করুন।
  • বাচ্চার মুখে যেন শুধু নিপল না থাকে। ঠিকমতো ল্যাচ করার জন্য বাচ্চার মুখে পুরো নিপল সহ এরিওলার বেশিরভাগ অংশ যাওয়া প্রয়োজন। প্রথম প্রথম অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিন।

 

আচমকা কামড়ে বা মাড়ির ঘষায় নিপল ছড়ে গেলে কীভাবে আরাম পাবেন? (Ways to Prevent and Treat Sore Nipples While Breastfeeding)

  • বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে কিছুটা ব্রেস্ট মিল্ক নিপল যেখানে কেটে বা ছড়ে গেছে, সেখানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আবার লাগান। এরকম কয়েকবার করুন। পর্যাপ্ত হাওয়া চলাচল করে এমন পোশাক পরুন।
  • দুই চা চামচ এপ্সম সল্ট এক কাপ ঈষদুষ্ণ গরম জলে গুলে নিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন বা পরিষ্কার করুন।

 

বাচ্চার সাথে সাথে নিজেরও খেয়াল রাখুন। ঠিক ডায়েট মেনে চলুন, পর্যাপ্ত বিশ্রাম নিন আর মনের আনন্দে থাকুন। আমরা তো পাশে আছি সবসময়। (How To Prevent Your Baby From Biting Your Nipples While Breastfeeding)

 

আরও পড়ুনঃ ন্যাপি ছাড়িয়ে পটিতে বসানোর সাধারণ সমস্যা ও তার সহজ সমাধান

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

 

null

null