কথা বলা শিখতে শিশুদের অনেকটা সময় লেগে যায়। কিন্তু তার আগেই শিশুরা পৃথিবীকে চিনতে শিখে যায়। পৃথিবীর সঙ্গে, আশপাশের মানুষের সঙ্গে তাদের একটা বন্ধন তৈরি হয়। তারা নিজেদের ঘনিষ্ঠ মানুষের সম্পর্কে একটা মনোভাব তৈরি করে নেয়। কিন্তু কীভাবে?
এমন কথা সব চিকিৎসকই হবু মায়েদের বা সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁদের জানান। অনেক সময় সময় চিকিৎসককে বলতেও হয় না। মায়েরা নিজেরাই অনুভব করেন, এই সত্যিটা। কথা বলতে বা বুঝতে শেখার আগে শিশুর সঙ্গে পৃথিবীর বন্ধন তৈরি হয় স্পর্শের মাধ্যমে।
তাই যদি হয়, তা হলে কি মাসাজ এই চেনা বা জানার পথটা আর একটু সুগম করতে পারে? চিকিৎসককে এমন প্রশ্নই করেছিল স্নিগ্ধা। বিষয়টায় একেবারেই তাই। স্বল্প কথায় জানিয়ে দিলেন চিকিৎসক। কিন্তু শিশুদের মাসাজ বা মালিশ করার আগে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেটা স্নিগ্ধাকে বলে দিলেন তিনি।
#1. শান্ত-শিষ্ট পরিবেশ (Create a calm atmosphere)
হালকা গরম, শান্ত জায়গাই বাচ্চার মালিশের জন্য আদর্শ।
#2. আলতো হাতে মালিশ (Control your touch)
মাসাজ করুন আলতো হাতে। তবে সুড়সুড়ি যাতে না লাগে!
#3. স্বস্তি দিন সোনাকে (Keep Your relaxed)
মালিশের সময় বাচ্চার সাথে কথা বলুন। এতে শান্ত থাকবে ও।
#4. নজর রাখুন হাবেভাবে (Watch how your baby responds)
বাচ্চা যদি কান্না জোড়ে, মাসাজ বন্ধ করুন তখনই।
#5.বেছে নিন সঠিক প্রোডাক্ট (Choose the best product for you)
কোমল, নমনীয় প্রোডাক্ট নিন (যেমন, বেবি ডাভ)।