বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

শিরোনাম পড়ে হয়তো ভাবছেন, ডায়াপার কেনার আবার চেকলিস্ট হয় নাকি? পকেটবুঝে একটা কিনে ফেললেই তো হলো! না, হলো না! ডায়াপারের মান ভালো না হলে আপনারই শিশু ভুগবে! ওর ত্বকে র‌্যাশ বা অ্যালার্জির প্রকোপ হতে পারে!, যার ফলে চুলকানি, জ্বালাপোড়ার মতো সমস্যায় ভুগবে পুঁচকেটা। শিশুর ডায়াপারের নীচে, গোপন-ঢাকা জায়গাগুলোতেই মূলত এই সমস্ত রোগভোগের ঘোরাফেরা। ঈস্ট (ছত্রাক), ব্যাকটেরিয়া বা ভাইরাস, কিংবা অ্যালার্জি সৃষ্টিকারী রাসায়নিক উপাদান (সাবান বা পারফিউম থেকে) থেকে এরকম হতে পারে। শিশুর ডায়াপারের নীচের ত্বকে যদি লাল গুটির মতো দেখতে পান, নিঃসন্দেহে উপসংহার টানতে পারেন, ডায়পার র‍্যাশই হয়েছে ওর।ডায়াপার র‍্যাশের ফলে শিশুর কোমল ত্বক লালচে আঁশযুক্ত হয়ে পড়ে। অনেক সময় জায়গাটি সামান্য গরম হয়ে থাকে। কখনও কখনও এই র‍্যাশ শিশুর পেট, থাই পর্যন্তও ছড়িয়ে যায়। তাই বলছি, ডায়াপার কিনুন দেখেশুনে!(How to Choose the Correct Diaper for Your Baby.How to Choose the Correct Diaper for Your Baby in Bengali.)

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#1.কোমল আর নমনীয় (Extra soft): শক্ত, আঁটোসাঁটো ডায়াপার থেকে শিশুর কোমর ও আশপাশে দাগ হয়ে যেতে পারে। ডায়াপার কেনার আগে তাই দেখে নিন, সেটা নরম আর আরামদায়ক কি না। নরম আর স্ট্রেচেবল ডায়াপার ওর কোমল ত্বককে রক্ষা করবে।

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#2.হাওয়া খেলার জায়গা (Breathable materials): শিশুর শরীর সংবেদনশীল। ওকে এমন কিছু পরাবেন না, যাতে কষ্ট হয়। এমনই ডায়াপার নিন, যাতে আছে বাড়তি হাওয়া খেলার জায়গা। রাতভর যা আপনার শিশুকে শুকনো আর তরতাজা রাখবে। শিশুর ঘুমও হবে নিশ্চিন্তে!

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#3.ওয়েটনেস ইন্ডিকেটর (Wetness Indicator): কিছু কিছু ডায়াপারে আবার ওয়েটনেস ইন্ডিকেটর থাকে। বদলানোর সময় হলে নিজে থেকেই রং পাল্টে হলদে থেকে নীল হয়ে যায়! শোষণক্ষমতা উপচে যাওয়ার এই বিশেষ ইন্ডিকেটরই শিশুর ত্বককে রক্ষা করে র‍্যাশ, অস্বস্তি থেকে!

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#4.ডিসপোজাল টেপ (Disposal tape): ডায়াপার ঠিকঠাক ভাবে ডিসপোজ করা যাচ্ছে কি না, সেটাও সমান জরুরি। এমন ডায়াপারই কিনুন, যাতে ডিসপোজাল টেপ থাকবে। ব্যবহৃত ডায়াপার যাতে সহজেই মুড়ে ফেলা যাবে এবং ফেলার পরও সেই ভাঁজ খুলে যাবে না!

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#5.অ্যালোভেরা জেল আছে কি না (Baby Lotion with Aloe Vera): শিশুর ত্বকের অস্বস্তি দূর করতে অ্যালোভেরার চেয়ে ভালো কিছুই হয় না। আপনার পছন্দের ডায়াপারে অ্যালোভেরা জেলও থাকলে শিশুর কোমল ত্বক আরাম পাবে। অহেতুক অ্যালার্জি হবে না ওর!

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#6.শোষণক্ষমতা (3 Absorbing Channels): কতটা তরল শোষণ করতে পারে, ডায়াপার বেছে নেওয়ার মূল শর্ত সেটাই! তিন-তিনটি অ্যাবজরবিং চ্যানেলওয়ালা ডায়াপার শিশুর ত্বক শুকনো রাখতে সাহায্য করে। যার জেরে ফুসকুড়ি, অস্বস্তি থেকে রেহাই পায় ও।

বাচ্চার জন্য সেরা ডায়াপার বেছে নেওয়ার চেকলিস্ট!

#7. প্যান্টের মতো কি না (Pant type or not): এমনি ডায়াপারের তুলনায় প্যান্টের মতো ডায়াপারই শিশুর কাছে অনেক প্রিয়। অনেক সহজেই এগুলো ওর শরীরে ফিট করে যায়। কেনার আগে তাই দেখে নিন, যে ডায়াপারটি নিচ্ছেন, সেটা প্যান্ট স্টাইল কি না!