সক্কাল সক্কাল ছানার কান্না শুনে ঘুম ভেঙে গেল মায়ের। ডায়াপারটা ভেজা সপসপে দেখে যেই না ভাঁজটা খোলা, অমনি আরও জোরে চিৎকার একরত্তির! ডায়াপার পুরো খোলার পর হলো রহস্যের সমাধান!একরত্তির পাছুজুড়ে বেরিয়েছে গুড়িগুড়ি লালচে ফুসকুড়ি। সামান্য ফুলেও গেছে বেচারার ছোট্ট পশ্চাৎপ্রদেশ, সেই সঙ্গে জায়গাটা আবার হালকা গরমও!
নতুন মা তো ভেবেই অস্থির! এত্ত যত্ন, এত্ত পরিচ্ছন্ন রাখা, তা-ও কোথা থেকে এমন ছাইপাশ আক্রমণ করল তার শিশুর শরীরে?
বাইরে থেকে নয় গো, নতুন মা তোমারই সামান্য গাফলতিতে ভেজা, নোংরা ডায়াপার থেকে র্যাশ বেরিয়েছে ছোট্ট সোনার শরীরে। ভয়ের কিছু নয়, ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করলেই দু-তিন দিনে আরাম পাবে ও। তার পরেও যদি না সারে, ডাক্তারবাবু তো আছেনই! (What Causes Diaper Rash? Treatment, Home Remedies in Bangla. Shishur diaper rash er ghoroa protikar.)
র্যাশ এড়াতে ভাবছেন আগের সেই কাঁথা, নেকড়াই ভালো ছিল? তা হলে বলবো, এ তো বেড়ালের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সমান। আপনার শিশু যদি খুবই ছোট হয়, তা হলে খুবই ঘনঘন প্রস্রাব-পটি করে করবে ও। কতবার কাঁথা ধোবেন আপনি? কত বারই বা রোদে শুকাবেন? আর যদি রোদ না ওঠে তখন? তাই বলব, নিশ্চিন্তে ডায়াপার ব্যবহার করুন, সেই সঙ্গে খানিক সচেতনও থাকুন। যেমন কেনা ডায়াপারটি যেন শিশুর ওজনের সঙ্গে সেটি যেন সামঞ্জস্যপূর্ণ হয়, ভালো মানের হয়! এরই সঙ্গে প্রয়োজন ডায়াপার পরানো, খোলানোর সময়ে মায়ের কিছু পারদর্শীতা! এখানে সেই সব নিয়েই আলোচনা করব আমরা।
#1. প্রথম ধাপ (Step 1: Place your baby on a clean, soft, safe surface)
পরিচ্ছন্ন, কোমল চাদর বা তোয়ালের ওপর শুইয়ে নিন সোনাকে। হাতের গোড়ায় সমস্ত জিনিসপত্তর রাখুন, যাতে বাচ্চাকে ছেড়ে উঠতে না হয়!
#2. দ্বিতীয় ধাপ (Step 2: Open up the diaper and clean your baby)
#3. তৃতীয় ধাপ (Step 3: Throw out the dirty diaper)
ডিসপোজেবল হলে ব্যবহৃত ডায়াপার গোল করে পাকিয়ে নিন। না হলে প্লাস্টিকে মুড়ে ফেলুন। ডায়াপার ফেলার আলাদা বালতি রাখুন। রোজ সেটা পরিষ্কার করুন।
#4. চতুর্থ ধাপ (Step 4: Dress baby)
নতুন ডায়াপার পরানোর আগে আধ ঘণ্টা মতো খোলা হাওয়ায় রাখুন বাচ্চাকে। ভালো মানের লোশন বা অলিভ অয়েল মাখিয়ে গলিয়ে দিন আরেকটা ডায়াপার।
#5. পঞ্চম ধাপ (Step 5: Wash your hands again)
ডায়াপার বদলের পর নিজের হাতটাও ভালো মতো ধুয়ে নিন। আপাতত ঘণ্টা চারেক নিশ্চিন্ত। একই নিয়মে তারপর আবার বদলে দিন সোনার ডায়াপার।