হরমোনের ভারসাম্যহীনতা বোঝার ১০ উপায়!

মাথা ধরা, খিটখিটে মেজাজ, ওজন বেড়ে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা- এসবই শরীরে হরমোনের হেরফেরের প্রভাব। প্রয়োজন তাই নিয়মিত পরীক্ষার। মায়েরা, তোমরা সুস্থ আছো তো?…

হরমোনের ভার‍্যসাম্যহীনতাকে নীরব ঘাতক বলা ভুল হবে না। কেননা এরই কারণে মারাত্মক নানা রোগ বাসা বাঁধে নারী-শরীরে।
শরীরের তাপমাত্রা ঘনঘন ওঠানামা, হঠাৎ ওজন বৃদ্ধি, অতিরিক্ত রাগ, অরুচি এমন নানা কিছু উপসর্গ দিয়ে বোঝা যেতে পারে আপনি হরমোনের ভার‍্যসাম্যহীনতার শিকার হচ্ছেন কি না।
সাধারণত ৪০-৫০ বছরের মহিলাদের ভেতর হরমোনের ভার‍্যসাম্যহীনতার প্রকোপ থাকে সবচেয়ে বেশি। তবে এর আগেও কেউ কেউ এরোগের শিকার হতে পারেন। প্রায় সময়ই আমরা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণগুলোকে অগ্রাহ্য করে থাকি সাধারণ সমস্যা মনে করে। শুরুতে যদি এর চিকিত্‍সা করা যায়, মারাত্মক কিছু রোগের হাত থেকে নিস্তার পাওয়া কিন্তু সম্ভব!