মশার উৎপাত নেই এমন এলাকা নেই বললেই চলে। রাস্তাঘাটে নোংরা, জমা জল, খোলা নর্দমা ইত্যাদি মশার আঁতুরঘর। আর তাই সন্ধ্যা নামতে না নামতেই মশার উৎপাতে বাড়িতে টেকা দায় হয়ে পড়ে। হাজারো বাজার চলতি ধূপ, তেল ইত্যাদি জ্বালিয়ে জানালা বন্ধ করে রেখে দিলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। আর এগুলো এক্কেবারে নিরাপদ নয় আপনার শিশুর জন্য। জানলা খুলে রাখারও জো নেই এদিকে। কপাট খুললেই মশকবাহিনী এসে এমন আক্রমণ করবে যে প্রায় তুলে নিয়ে যাওয়ার জোগাড় করবে। প্যাঁচপ্যাচে এই গরমে মশার কামড়ের হাত থেকে তাই শিশুকে রক্ষা করার কাজটা বেশ দুরহ। তবে কিছু ঘরোয়া টোটকা আছে যা অবশ্যই শিশুকে মশার হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে দেখতে পারেন। এর ফলে শিশুর কোনও ক্ষতি হবে না এবং মশার কামড়ের হাত থেকেও বাঁচবে ও। (Homemade Repellent for Babies in Bangla.Homemade Mosquito Repellent for Babies in Bengali)
#1.পুদিনা (MINT)
ছোট গ্লাসে জল নিয়ে তাতে ৫-৬ গাছি পুদিনা রেখে দিন। ৩দিন অন্তর জল বদলে নিন। শুধু মশাই নয়, পুদিনার গন্ধ অন্য় পোকামাকড়কেও শিশুর থেকে দূরে রাখবে। পুদিনা পাতা ছেঁচে জলে ফুটিয়ে সেই ভাপও ঘরে ছড়াতে পারেন!
#2.কর্পূর (CAMPHOR)
ছোট্ট একটা বাটিতে জল ভরে নিন। এবার কর্পূরের একটা ট্যাবলেট এর ভিতর ফেলে দিন। এই বাটিটাই ঘরের কোণে রেখে দিন। ঘর খুব বড় হলে দু’কোণায় দুটো বাটি রাখুন। শিশুর ধারেকাছেও ঘেঁষবে না মশা।
#3.রসুন (GARLIC)
রসুনের কয়েকটা কোয়া জলে ফুটিয়ে নিন। এবার রসুন-ফোটানো জলটা যে কোনও স্প্রে-বোতলে ঢেলে ফেলুন। শিশুর ঘরের চারদিকে ছড়িয়ে দিন। খানিক পর দেখবেন, চারদিকে পড়ে আছে মশার মৃতদেহ!
#4.লেবু-লবঙ্গ (LEMON WITH CLOVES)
একটা লেবু সঙ্গে ১২-২৪টা লবঙ্গ। লেবুটা দুই ভাগে কেটে নিন। এক-একটি দিকে ৬-১২টা লবঙ্গ গুঁজে দিন। শিশুর ঘরের কোণায় রেখে দিন, আঁচ পেলেই চত্বর ছেড়ে পালাবে মশার দল।
#5. নিম তেল (NEEM OIL)
নারকেল তেলের এর সাথে সমপরিমাণে নিম তেল মিলিয়ে নিন। শিশুর শরীরে তেলটা মালিশ করে রাখুন, এতে অন্তত সাত ঘণ্টা মশার কামড় থেকে রেহাই পাবে ও। তবে খেয়াল রাখুন শিশুর বয়স যাতে ৩ মাসের উপর হয়!এসব ঘরোয়া টোটকার পাশাপাশি শিশুর সুরক্ষায় সতর্ক থাকতে হবে আপনাকেও। বাড়ির বাইরের জায়গা হোক অথবা ঘরের ভিতরের কোনও অংশ, অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকলেই সেখানে মশা বংশবৃদ্ধি করবে। ফলে নজর রাখুন। বাড়ির বাইরে বা ছাদে কোথাও জমা জল থাকলে ফেলে দিন। চারিদিক পরিষ্কার রাখুন ও সুস্থ থাকুন, সুস্থ রাখুন।