দিনের পর দিন, রাতের পর রাত! সময় যে কীভাবে পেরিয়ে যাচ্ছে, টেরই পাওয়া যাচ্ছে না। হাসপাতাল থেকে যেদিন এল, বাচ্চা কোলে এখনও যেন একইভাবে বসে আছেন মা! মাঝে অবশ্য দু-একজন সাহস করে কোলে নিয়েছিল। কান্নাকাটি, চিৎকার-চেঁচামেচি করতেই সঙ্গে সঙ্গে আবার মায়ের কোলে ফেরত দিয়ে গিয়েছে। মায়ের কাজ, মা-ই তো করবে। সন্তানের দেখভাল করা তো তাঁরই দায়িত্ব। কিন্তু এই মায়ের নিজেরও তো যত্ন প্রয়োজন ,সেটা নিচ্ছে কে?প্রতিদিন, প্রতি মুহূর্তে এ রকম অসংখ্য কাজ করতে গিয়ে নিজের যত্ন নেওয়ার, নিজেকে ভালোবাসার কথা আর মনেই থাকে না মায়ের। ধীরে ধীরে হারিয়ে যায় নিজের পছন্দ-অপছন্দ, ভালো লাগার বিষয়গুলোও। বাচ্চা হওয়ার আগে ও পরের সময়টুকুতে হরমোনজনিত নানা কারণে মায়ের শরীরে অনেক পরিবর্তনই আসে। কোনও মায়ের আক্ষেপ, সে মোটা হয়ে যাচ্ছে, কোনও মায়ের আবার প্রবল আক্ষেপ ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যাচ্ছে বলে। তবে যতই যাই হোক, সন্তানের কাছে তার মা-ই সবার চেয়ে সুন্দর, সবচেয়ে স্নিগ্ধ।(Homemade Beauty Products for Moms in Bengali.Homemade Beauty products in Bangla.)
#1. ফেসপ্যাক ১ (Facepack 1)
- ১ চা-চামচ হলুদ গুঁড়ার সঙ্গে আধা চা-চামচ লেবুর রস মেশান।
- ২ টেবিল চামচ দুধের সর ও কয়েক ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মেশান মিশ্রণে।
- মুখ ও গলার ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন।
- শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
#2. ফেসপ্যাক ২ (Facepack 2)
- ১টি পাকা কলা চটকে ২ চা-চামচ খাঁটি মধু মেশান।
- ১ চা-চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন।
- মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। মুখের পাশাপাশি গলা ও হাতেও লাগাতে পারেন।
- ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
#3. ফেসপ্যাক ৩ (Facepack 3)
- ২ চা-চামচ ওটমিলের সঙ্গে ৩ টেবিল-চামচ টমেটোর রস মেশান।
- ১ চা-চামচ চিনি মিশিয়ে নেড়ে নিন।
- ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি।
- শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
#4. ফেসপ্যাক ৪ (Facepack 4)
- ১ চা-চামচ বেসনের সঙ্গে ২ টেবিল-চামচ টক দই মেশান।
- ১ চা-চামচ অ্যালোভেরা জেল ও আধা চা চামচ নারকেল তেল মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- উপটানটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
- কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
#5. ফেসপ্যাক ৫ (Facepack 5)
- ১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল-চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।
- মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা।
- কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
#6. ফেসপ্যাক ৬ (Facepack 6)
- ১ চা-চামচ আলুর রসের সঙ্গে ১ চা-চামচ অ্যালোভেরা জেল মেশান।
- ২ চা-চামচ পাকা পেঁপের শাঁস ও ১ চা-চামচ গোলাপজল মিশিয়ে নেড়ে নিন।
- উপটানটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
- শুকিয়ে গেলে ধুয়ে নিন জলের ঝাপটায়।